বদলে গেছে জনতার মুড! কার দখলে পঞ্চায়েত ভোট? জিতবে কে? মমতা নাকি শুভেন্দু? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বদলে গেছে জনতার মুড! কার দখলে পঞ্চায়েত ভোট? জিতবে কে? মমতা নাকি শুভেন্দু? সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

বদলে গেছে জনতার মুড
কার দখলে পঞ্চায়েত ভোট?
মমতা নাকি শুভেন্দু?

এগিয়ে কোন দল?
টিএমসি নাকি বিজেপি?

বাংলায় গদি জিততে লড়াই করছে
তৃণমূল-বিজেপি-সিপিআইএম

কে হাসবে শেষ হাসি
উত্তর দিল সি ভোটার

সামনে এলো
পঞ্চায়েত ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য

মনোনয়ন পর্ব শেষ। রাজ্যজুড়ে বেজে গেছে পঞ্চায়েত ভোটের দামামা। শুরু হয়েছে তুমুল টেক্কা! নির্বাচনী ময়দানে কে কাকে কয় গোল দেবে সেই নিয়েই সমীকরণ সাজানো শুরু। সামনে এসেছে শাসক দল ও বিরোধী দলের ইস্তেহার পত্র। তুঙ্গে বিভিন্ন দলের নির্বাচনী প্রচার। এই মুহূর্তে দাঁড়িয়ে আমজনতার কৌতূহল, কার দখলে যাবে পঞ্চায়েত নির্বাচনের ট্রফি! কে জিতবে, কে হারবে এই নিয়েই শুরু হল ব্যাপক তরজা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, আমজনতার কৌতূহল মেটাতে একটি সমীক্ষার আয়োজন করে সি ভোটার নামক একটি সংস্থা। সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে সমীক্ষা রিপোর্ট। যেখানে থেকে পরিষ্কার, জেলা পরিষদে কোন জেলায় কতগুলি আসন পেতে চলেছে কোন কোন রাজনৈতিক দল। বিজেপি, তৃণমূল নাকি সিপিএম- কার দখলে পঞ্চায়েত ভোটের শিরোপা! এক নজরে দেখে নিন সি ভোটার এর সমীক্ষা রিপোর্ট-

( প্রত্যেকটা জেলা ব্যাকগ্রাউণ্ডে ম্যাপ বসিয়ে বসিয়ে, কে কত আসন লোগো দিয়ে দিয়ে সুন্দর করে বোঝাবে )

১) দক্ষিণ ২৪ পরগনাঃ সি ভোটার সমীক্ষা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ৮৫ টি জেলা পরিষদের আসনের মধ্যে –

তৃণমূল পেতে পারে- ৫৭ থেকে ৬৭ টি আসন
বিজেপি পেতে পারে- ১৪ থেকে ২০টি আসন
বাম কংগ্রেস ও আইএসএফ পেতে পারে- ৩ থেকে ৭টি আসন

২) জলপাইগুড়ি : এখানে ২৪টি জেলার মধ্যে

তৃণমূল পেতে পারে- ১০ থেকে ১৪টি আসন
বিজেপি পেতে পারে- ৯ থেকে ১৩ টি আসন
বাম ও কংগ্রেস পেতে পারে- সর্বোচ্চ দুটি আসন

৩) মুর্শিদাবাদঃ এখানে ৭৮ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ৩০ থেকে ৪০ টি আসন
বিজেপি পেতে পারে- ২ থেকে ৬টি আসন
বাম ও কংগ্রেস পেতে পারে- ৩৩ থেকে ৪৩ টি আসন

৪) দক্ষিণ দিনাজপুরঃ এখানে ২১ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ১১ থেকে ১৫ টি আসন
বিজেপি পেতে পারে- ৫ থেকে ৯টি আসন
বাম ও কংগ্রেস পেতে পারে- সর্বোচ্চ দুটি

৫) বীরভূমঃ অনুব্রতর গড় বীরভূমে ৫২ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ৩৩ থেকে ৪৩ টি আসন
বিজেপি পেতে পারে- ৮ থেকে ১৪ টি আসন
বাম ও কংগ্রেস পেতে পারে- সর্বোচ্চ ৪টি আসন

৬) কোচবিহার: এখানে ৩৪ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ১৫ থেকে ১৯ টি আসন
বিজেপি পেতে পারে- ১৩ থেকে ১৯ টি আসন
বাম ও কংগ্রেস জোট পেতে পারে- একটি আসন

৭) পুরুলিয়া: এখানে ৪৫ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ২৩ থেকে ৩৩ টি আসন
বিজেপি পেতে পারে- ৫ থেকে ১১ টি আসন
বাম ও কংগ্রেস জোট পেতে পারে- ৫-৯ টি আসন

৮) পশ্চিম মেদিনীপুর: এখানে ৬০টির মধ্যে

তৃণমূল পেতে পারে- ৩২ থেকে ৪২ টি
বিজেপি পেতে পারে- ১৮ থেকে ২৪টি আসন
বাম ও কংগ্রেস জোট পেতে পারে- সর্বোচ্চ ৪টি আসন

৯) হুগলি: এখানে ৫৩ টি আসনের মধ্যে

তৃণমূল পেতে পারে- ৩৭ থেকে ৪৩ টি আসন
বিজেপি পেতে পারে- ৬ থেকে ১২ টি আসন
বাম ও কংগ্রেস জোট পেতে পারে- সর্বোচ্চ ৩টি আসন

খুব শীঘ্রই প্রকাশ্যে আসছে অন্যান্য জেলার সমীক্ষা রিপোর্ট। পঞ্চায়েত নির্বাচনের সমস্ত আপডেট পেতে চোখ রাখুন বাংলা হান্টের ওয়েভসাইটে। আমরা দায়বদ্ধ মানুষের কাছে,দায়িত্বশীল আপনার প্রয়োজনীয় খবর পৌঁছে দিতে। বাংলার সব থেকে বড় ডিজিটাল নিউজ নেটওয়ার্ক বাংলাহান্ট। বাংলা খবর মানে বাংলাহান্ট


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *