সর্বসমক্ষে বিজেপি বিধায়ককে চূড়ান্ত অপমান।
প্রচারের পরেই গোবর ছিটালো তৃণমূল কর্মীরা।
সারা বছর কোন কাজ নেই
ভোটের আগেই ধর্মীয় সুড়সুড়ি !
গোসাইরহাটের পবিত্র ভূমিতে বিজেপির পা পড়তেই চলল শুদ্ধিকরণ পর্ব
গোবর জল ছিটিয়ে পরিষ্কার করা হলো মন্দির চত্বর
চূড়ান্ত অপমান বিজেপি বিধায়ককে
পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটের প্রচার.। দলের উচ্চ নেতৃত্ব থেকে জেলা স্তর, পঞ্চায়েত ভোটের আগে প্রচারে নেমেছে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো। এমতাবস্তায় এদিন বিজেপি প্রার্থীদের নিয়ে মন্দিরে পুজো দিতে যান বিজেপি বিধায়ক তারপরেই একেবারে চূড়ান্ত অপমান করা হয় তাকে। তিনি যাওয়ার পরে মন্দির চত্বর গোবর দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। তাদের ভাষায় শুদ্ধিকরণ চলছে কারণ বিজেপি বিধায়ক এসেছিল।
Byte
কোচবিহারের শীতলকুচি ব্লকের গোঁসাইরহাটে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন বিজেপি মনোনীত গোঁসাইরহাট ও ছোটো শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রার্থীদের নিয়ে কালী ও শিব মন্দিরে পুজো দিয়ে গোঁসাইরহাট বাজার এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন।
0;00-0;48 tilok
তার কিছুক্ষণ পরেই গোঁসাইরহাট বাজার এলাকায় গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরন করেন তৃনমূল কংগ্রেসের কর্মীরা। যা নিয়ে পঞ্চায়েত ভোটের আগে শীতলকুচিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
Byte
বিজেপি গোসাইরঘাট আসা নিয়ে শুরু থেকেই তৃণমূলের আপত্তি ছিল। এরপর। এরপর তারা ফিরে যেতেই গোবর নিয়ে তৈরি ছিল তৃণমূল সমর্থকরা । তারা গেলেই শুদ্ধিকরণ শুরু করে তারা।
এদিন শীতলকুচি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সূত্রধর বলেন – সাধারণ মানুষের ভোটে নির্বাচিত বিধায়ককে বিপদে মানুষ পাশে পায় না। ভোটের আগে ভোট পাখির মত উড়ে আসেন বিজেপির নেতা বিধায়করা। ভোটের আগে পুজো দেওয়ার নাম করে ধর্মের সুড়সুড়ি দিতে এখানে এসেছেন তারা ,
Byte0;00-0;27 neel
Leave a Reply