তৃণমূলে নেতার বাড়ি তৈরি হচ্ছে আবাস যোজনার টাকা দিয়ে
মোজাইকের মেঝে, দামী আসবাবপত্র
বৃদ্ধ মায়ের নাম করেই সরকারি টাকা দিয়ে তৈরি হচ্ছে বাড়ি।
তার অট্টালিকা বাড়ির সামনেই আবাস যোজনার বাড়ি
বিরোধীদের চোখে পড়তেই গুরুতর বিপদে পড়লেন তৃণমূল নেতা
রাজ্য জুড়ে যখন বিভিন্ন প্রান্তে সরকারি প্রকল্পে আর্থিক তছরুপ হওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। একাধিক প্রান্তের মানুষ সরকারি প্রকল্প না পাওয়ার অভিযোগ তুলেছে শাসকদলের বিরুদ্ধে। কখনো আবাস যোজনা কখনো লক্ষ্মীর ভান্ডার সরকারের বরাদ্দ করা টাকা পৌঁছাচ্ছেই না মানুষের দরজা পর্যন্ত । ঠিক তখনই পূর্ব বর্ধমানের আট নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ। তৃনমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার বাড়িতে আবাস যোজনার বাড়ির কাজ চলছে । এলাকাবাসীর অভিযোগ এই তৃণমূল নেতা নিজের আত্মীয়-স্বজনকে পাইয়ে দিয়েছে আবাস যোজনার টাকা। অভিযোগ অট্টালিকা সমান নিজের বাড়ি থাকা সত্ত্বেও ফের তৈরি করছেন বাড়ি। তাও আবার সরকারি টাকায়।
Bute0;30-1:25 sada
তৃণমূল নেতার দাবি আবাস যোজনার টাকা নয় এ বাড়ি তার মা এবং দিদির নামে। তারাই টাকা খরচা করে তৈরি করেছে এই বাড়ি ।দিদি এবং মা আলাদা থাকে বাড়ির মাটির দেওয়াল ছিল তাই তা মেরামতি করে পোক্ত বাড়ি তৈরি করা হচ্ছে।
Byte-0;45-2:20
অন্যদিকে বিরোধীদের অভিযোগ নিজের অট্টালিকা সমান বাড়ি থাকা সত্ত্বেও নিজের মা এবং দিদিকে আলাদা বাড়িতে থাকতে হচ্ছে কেন ? ছেলে আর্থিকভাবে সচ্ছল হওয়ার পরেও মাকে আবাস যোজনার টাকার উপর ভরসা করতে হচ্ছে কেন? সব ই চোখে ধুলো দেয়ার প্রয়াস।
।
Leave a Reply