Boudi

পঞ্চায়েত লড়াইয়ে দেওড় বৌদি!

 

দাদা ভাই, যা এ যা এ লড়াইয়ের পর

এবার দেওর বৌদি

একজন তৃণমূলে অন্যজন বিজেপিতে।

দেওর বৌদির একেবারে অন্যরকম সমীকরন

 

একই পরিবারের 2 সদস্যকে দিয়ে লড়াই

পঞ্চায়েত প্রধান হওয়ার লড়াইয়ে নামলেন দেওর বৌদি

যেন কাটা দিয়ে কাটা তোলা

 

রাজনীতি কি না পারে !পূর্ব বর্ধমান জেলার রায়ান এক নম্বর ব্লকের ঘোষ পরিবারে কার্যত রান্নাঘর দিয়ে রাজনীতি ঢুকে পড়েছে পরিবারে। পঞ্চায়েত প্রধানের ভোটে দাঁড়িয়েছে বৌদি এবং দেওর। তবে দুজনেই ভিন্ন ভিন্ন দল থেকে। বৌদি শর্মিষ্ঠা ঘোষ সে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে । অন্যদিকে দেওর উদয় ঘোষ সে দাঁড়িয়েছে বিজেপির পক্ষ থেকে। আশ্চর্যের বিষয় এই দুই প্রার্থী শুধুমাত্র যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বি তা নয় তাদের রয়েছে ব্যক্তিগত সম্পর্ক । দিন রাত একে ওপরের মুখ দেখেই দিন গুজরান হয় তাদের।

একই পরিবারের ২ সদস্য ভিন্ন দল থেকে দাঁড়িয়েছে জেনে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে এলাকায়

শর্মিষ্ঠা ঘোষ জানান

 

 

রায়ান ১ নং ব্লকে যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিছু কাজ বাকি আছে সেগুলো ভোটে জেতার পর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে।তবে গত পাঁচ বছর পঞ্চায়েত কর্মাধক্ষ্য আসীন থেকে এলাকায় যা কাজ হয়েছে তা দেখে মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

Byte

অন্যদিকে বিজেপি প্রার্থী অর্থাৎ শর্মিষ্ঠা ঘোষের দেওর জানান,সাত বছর ধরে বিজেপি করছি,এছাড়া এই এলাকায় বিজেপির হয়ে কেউ দাঁড়াচ্ছিলো না তাই একধাপ এগোতে বিজেপির হয়ে প্রার্থী হয়েছি

Byte

 

তবে দেওর বৌদির সম্পর্কের মাঝে রাজনীতি চিড় ধরাবে না তো ! এই প্রশ্ন করাতেই তাদের সাফ উত্তর রাজনীতি আর পরিবার এক নয়। তবে এই প্রথম নয় ,পঞ্চায়েত ভোটে এক ই পরিবার থেকে একাধিক সদস্য কে প্রার্থী বানানোর মতো ঘটনা এই পঞ্চায়েত ভোটে ঘটতে দেখা গেছে একাধিক বার।

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *