ডানে বিজেপি ,বামে কংগ্রেস, মাঝে সিপিএম
রাম বাম কং সমর্থিত নির্দল প্রার্থী
রাজনৈতিক মতাদর্শ , শত্রুতা
সবযেন মিলেমিশে একাকার
কে বিরোধী কে বা বন্ধু ঈশ্বর জানেন একমাত্র।
এখানে একমাত্র বিরোধীদল বলতে তৃণমূল।
তাকে হারাতেই রাম বাম কং জোট
পঞ্চায়েত ভোটে সিপিএম বিজেপি এবং কংগ্রেসের শক্তি একজোট করে মাঠে নামবে এই প্রার্থী
মনোনয়নপত্র জমা খাওয়ার পরই কটাক্ষের ঝড়
এর আগে সমবায় সমিতি ভোট গুলিতে রামবাম জোট করে অন্যদিকে সাগরদিঘী উপ নির্বাচনে বাম কংগ্রেস জোট করে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে নতুন আলোড়ন এনেছে। তবে রাম বাম কং জোট এ তো নজির বিহীন ঘটনা । অর্থাৎ প্রায় ভোটের আগেই বিরোধী শূন্য পাথরপ্রতিমায় । এমনই প্রার্থী রয়েছে পাথরপ্রতিমার ১৩০ বিধানসভার ৪০ নম্বর বুথে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে । তিন দল সমর্থিত নির্দল প্রার্থী বন্দনা মজুমদার । তার মাথার উপর শুধু যে হাতে রয়েছে তার দলের প্রতীকের তা নয় ,রয়েছে বাম কংগ্রেস এবং বিজেপির হাত।
Byte-0;00-0;27
পঞ্চায়েত ভোটের আগে এই জোটের কথা সামনে আসতেই কার্যত কটাক্ষের মুখে পড়তে হয়েছে বিরোধী দলগুলিকে । তৃণমূলকে কোণঠাসা করাই যদি প্রধান উদ্দেশ্য হয়ে থাকে সেই প্রসঙ্গে তৃণমূলের বক্তব্য এতে তৃণমূল বিন্দুমাত্র ভয় পায়নি।বরঞ্চ আরো শক্তিশালী হয়েছে
Byte0;10-0;35
পঞ্চায়েত ভোটের আগে এমনি একাধিক বিতর্কিত চিত্র দেখা গেছে ক্যামেরার সামনে। যদিও এ সমস্ত ভোটে জেতার কৌশল বলেই মনে করেছে বিশেষজ্ঞ মহল। অন্যদিকে ইতিমধ্যে প্রচারে নেমেছে বন্দনা দেবী তবে প্রচারের জন্য ছাপানো লিফলেটে দেখা যায় সেখানে লেখা রয়েছে বিজেপি-বাম-কংগ্রেস জোটের নির্দল প্রার্থী। যা রীতিমত ভাইরাল হয়ে যায়।
Leave a Reply