মানুষ চাইলে কি না পারে!
প্রত্যেক মানুষের জীবনে লক্ষ্য থাকে কিছু । থাকে কিছু স্বপ্ন, কিছু ইচ্ছা, আর কিছু মানুষ পারে নিজের ইচ্ছা ,স্বপ্ন পূরণ করে ব্যতিক্রমী হয়ে উঠতে । তবে সেই লক্ষ্যে সঙ্গী পাওয়া বড় মুশকিল। পাশে থাকে না কেউই। কিন্তু কাঁকুড়ে পথ অতিক্রম করে এগিয়ে যাওয়ার নামই তো জীবন।
এই যাত্রায় বহু মানুষ থাকে, যারা পা টেনে ধরে, যারা এগিয়ে যাওয়ার পথে ক্রমাগত চেষ্টা করে অতলে ঠেলে দেওয়ার । কিন্তু যারা ব্যতিক্রমী, যারা জীবনে বেঁধে দেওয়া গণ্ডির বাইরে গিয়ে কিছু করতে চায়, তাদের ক্ষেত্রে এই যাত্রা হয় আরো কঠিন। রফিকুল ও তাদের মতো একজন।
ছেলে হয়ে জন্মেছে সে । সমাজে বেঁধে দেওয়া গণ্ডি র মধ্যেই থাকতে হবে তাকে। ছেলেরা কাঁদে না, তাদের কাজ বাইরে গিয়ে নটা পাঁচটার চাকরি করা -এ সমস্তই রফিকুল শুনেছে ছোট থেকে। আর সেই থেকেই তার ইচ্ছে ছিল এই গণ্ডির বাইরে গিয়ে কিছু করে দেখানো। ছোট থেকেই সে পছন্দ করে সাজগোজ, পছন্দ করে নিজের মত করে মানুষ কে সাজিয়ে তুলতে। নিজের হাতের জাদু দিয়ে কখনো সে সাজিয়ে তুলেছে নিজেকে, কখনো বা অন্য করো মুখের ক্যানভাস।
ক্রমেই সে হয়ে উঠেছে রফিকুল মিরজান থেকে পাপ্পু দ্যা মেকাপ আর্টিস্ট। আজ তাকে চেনে না এমন মানুষ পাওয়া মুশকিল । মেকআপ আর্টিস্টদের দুনিয়ায় সে এখন অন্যতম পরিচিত এক নাম। তার নামের আগে এখন বসেছে এম ইউ এ। সে প্রমাণ করেছে জীবনে অসম্ভব বলে কিছুই নেই । প্রমাণ করেছে ব্যতিক্রমী হতে গেলে লাগে মনবল ,ইচ্ছা শক্তি আর তাই পারে এক মানুষকে অনন্য ,অদ্বিতীয় করে তুলতে।
Leave a Reply