একই বুথে দুই দলের প্রার্থী একজনই
বুথ এক
প্রার্থী ও এক
অথচ দল ভিন্ন ভিন্ন
নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী
যে প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস
সেই প্রার্থীই দিয়ে তৃণমূল
এমনও সম্ভব!
চরম বিতর্ক প্রার্থী নিয়ে
দল বদলে প্রাক্তন দলের কর্মীর বিরুদ্ধেই লড়বে একাধিক প্রার্থী এ তো স্বাভাবিক ব্যাপার। তবে এই বুথে ঘটেছে এক অদ্ভুত কান্ড একেবারে অস্বাভাবিক। একজন প্রার্থী অথচ সে মনোনয়নপত্র জমা করেছে দুইদলের পক্ষ থেকে। এক তার বর্তমান দল আর দ্বিতীয়টি তার প্রাক্তন দলের পক্ষ থেকে ,একেবারে অদ্ভুত বিষয় । জানা যায় আনুরা বিবি শেখ নামক এক মহিলা নিজের মনোনয়নপত্র জমা করেছে কংগ্রেসের প্রার্থী হিসেবে আবার তারই নাম রয়েছে সেই বুথেই তৃণমূলের প্রার্থী হিসেবে এই কাণ্ড একবার পরই কার্যত হতবাক মানুষ।
Byte ph dekhachche
তবে ঠিক কিভাবে এই ঘটনা জানা গেল তা আরোই বিচিত্র। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে গ্রাম সদস্য প্রার্থী হিসেবে বুথ নাম্বার ৭৯ সিট নাম্বার কুড়ি, সেখানে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মোজেদা বিবি নমিনেশন জমা করেছিলেন। গতকাল তার স্বামী জালাল শেখ নির্বাচন পোর্টালে লক্ষ্য করেন, এলাকারই জনৈক আনুরা বিবি শেখ নামে এক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, স্বভাবতই তিনি দিশাহীন হয়ে পড়েন। একই সাথে তিনি লক্ষ্য করেন ওই বুথে একই সিট নাম্বারে জাতীয় কংগ্রেস প্রার্থীও ঐ মহিলা আনুরা বিবি শেখ।
এরপর তার চক্ষু চড়ক গাছ।
Byte0;00-0;38lok
এই ঘটনার পর বিরোধীদের সামাল দিতে অদ্ভুত এক এক অজুহাত দাঁড় করিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিডিও অফিসের আধিকারিকরা ব্যস্ত থাকার কারণেই এমন ভুল হয়েছে তবে এখনো শেষ স্কুটিনি হয়নি ।সেখানেই কিছু ভুলভ্রান্তি থাকলে তা ঠিক হয়ে যাবে।
তবে আসল বিষয় এই যে বিতর্কিত প্রার্থী আনুরা বিবি শেখ আগে ছিলেন তৃণমূলে ,বর্তমানে দল বদলে এখন তার ঠিকানা কংগ্রেস। প্রশ্ন উঠছে তার দল বদলি যদি হয়ে যায় তাহলে এখনো কি করে তার নাম থাকে তৃণমূলে তাহলে আদতে তিনি কোন দলের প্রার্থী!
।
Leave a Reply