জল চাওয়ার নাম করে বাড়ির ভেতরে ঢোকার ছক
ঝোপ বুঝেই কোপ
জল চেয়ে বাড়ির দুই মহিলাকে অজ্ঞান
লক্ষাধিক টাকা সোনা সহ দামি জিনিসপত্র নিয়ে চম্পট
দিনে দুপুরে ডাকাতি
এমন ডাকাতি দেখলে ভয় কেঁপে উঠবেন আপনিও।
কাকে বিশ্বাস করবেন
কাকে নয়
একেবারে কৌশল অবলম্বন করে সর্ব শান্ত এই পরিবারকে
বাইরে তীব্র তাপপ্রবাহ। তার মাঝে জৈনক এক ব্যক্তি জল চাইছে .।মানবিকতার খাতিরে তাকে নাও বলতে পারেনি উত্তর পাড়ার এই পরিবার। তবে কে জানতো ভালো মানুষির বদলে মিলবে এমন প্রতিদান। বাড়িতে কোন পুরুষ না থাকার সুযোগ নিয়ে একেবারে টাকা পয়সা নিয়ে পালালো দুষ্কৃতী।
বাড়ির গৃহকর্তীর অভিযোগ গতকাল দুপুরে মাখলা ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাড়িতে হটাৎই এক ব্যক্তি আসে এবং জল চায়,। ব্যস তারপর আর কিছু মনে নেই তারপর যখন জ্ঞান ফেরে তার তখন দেখেন ঘরের ভেতর সমস্ত তছনছ। টাকা, গয়না আর কিছুই নেই ।
Byte 0;00-0;50
এই ঘটনায় ইতিমধ্যেই সাড়া পড়ে গিয়েছে এলাকায়।উত্তরপাড়া থানার ,পুলিশ সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। তবে তাদের দাবি মানুষকেই হতে হবে আরো সচেতন।
Byte।
যদিও এই বিষয় স্থানীয় কাউন্সিলর ও উপ পুরপ্রধান খোকন মন্ডলের দাবি প্রশাসনের উচিত আরো কঠোর হওয়া। কিভাবে দিনে দুপুরে এমন চুরি হল তা খতিয়ে দেখতে হবে।
0;00-0;33 sobuj
Leave a Reply