Vote

ভোট না দিলে বন্ধ হয়ে যাবে লক্ষীর ভান্ডার

বাড়ির মা বোনেরা তা যেন মনে রাখে

ভোট তার পরিবর্তে সরকারি প্রকল্প

ভোটের আগে দেওয়াল লিখনে মানুষকে হুমকি

পঞ্চায়েত ভোটের আগে দেওয়াল লিখন এ শর্ত জানালো তৃণমূল

হুমকি দিয়ে ভোট আদায়

লাড্ডুর পর এবার একেবারে সহমহিমায়

 

পঞ্চায়েত ভোটের আগে প্রথম স্তর ইতিমধ্যেই অতিক্রান্ত। এবার পালা প্রচারের ।দেখা গেল পঞ্চায়েস্তরে একাধিক জায়গায় শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন ও । তৃণমূলের ও দেয়াল লিখন শুরু হল , পুরনো স্লোগান তুলে একেবারে নতুন কিছু। যা দেখেই মানুষ ভোট দেবে। সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দেওয়ালে পড়েছে তুলির টান। সেখানে দেয়ালে দেয়ালে লেখা রয়েছে প্রার্থীদের নাম। তবে ভোট চাওয়ার জন্য আর্জি নয়, লেখা আছে এক শর্তের কথা । শর্ত হলো ভোট দিলে তবে মিলবে লক্ষীর ভান্ডার। এই দেওয়াল লিখনে দেখা যায় সব জায়গাতেই লেখা রয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার যেন মাথাই থাকে’। ঠিক যেন হুমকি

Byte 1:21-1;48 sada

গ্রামের মধ্যে একাধিক জায়গায় এমন স্লোগান লেখা দেখেই কার্যত হতভাগ গ্রামের মানুষ। মানুষের থেকে ভোট চাওয়ার বদলে এ যেন হুমকি দিয়ে ভোট কেনা হচ্ছে। তখনই বিরোধীরা প্রশ্ন তুলছে সরকারি প্রকল্পের নাম ভাঙিয়ে তবে কি ভোট পেতে চাইছে তৃণমূল? প্রসঙ্গত মুর্শিদাবাদের সাগরদিঘির ঘটনা মনে রয়েছে আমাদের প্রত্যেকের. ।মুর্শিদাবাদের সাগরদিঘী বিধানসভায় কংগ্রেস জেতবার পর ,অভিযোগ উঠেছিল বন্ধ হয়ে গিয়েছে সেই এলাকার একাধিক মহিলাদের লক্ষ্মীর ভান্ডার। তাদের অভিযোগ ছিল সেখানকার মানুষেরা তৃণমূলকে ক্ষমতায় আসতে দেয়নি বলেই ,বন্ধ হয়ে গিয়েছে লক্ষীর ভান্ডার। তবে সেখানে সরাসরি কোন হুমকি দেয়া হয়নি তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে সরাসরি শর্তে বেঁধে দেয়া হচ্ছে ভোট।

Byte0;04-0;20 halka chandan

 

তবে বিরোধীদের তরফ থেকে এমন নানান অভিযোগ আনা হলেও শাসক দলের নেতাকর্মীরা জানাচ্ছেন, তারা এমনটা লিখতে না চাইলেও এলাকার মহিলারাই নাকি তাদের এইসব লেখার জন্য অনুরোধ জানিয়েছেন।

Byte0;00-0;32 tupi


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *