Nirdol

নির্দলে নমিনেশন তার উপর আবার সিপিএমের সমর্থন

তৃণমূল থাকতে এসব চলবে না

নমিনেশন না তুললে মাথার সিঁদুর তুলে ফেলতে হবে

নমিনেশন তোলার জন্য নির্দল প্রার্থীর স্ত্রীকে সাদা থান ফুল মিষ্টি পাঠালো শাসকদল

একেবারে ফিল্মি কায়দায় হুমকিও।

বাড়ির মহিলাদের ভয় দেখিয়ে বিরোধী শুন্য করার ছক

 

পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে নমিনেশন পত্র জমা পড়েছে। রাজ্যের রাজনৈতিক দলগুলির কোথাও বিরোধীদল প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয়লাভ করেছে তৃণমূল। কোথাও আবার বিরোধীশূন্য করতে নমিনেশন পর্ব থেকেই তাণ্ডব চালিয়েছে শাসকদলের কর্মীরা। এমনটাই অভিযোগ তোলা হয়েছে বিরোধী দলদের পক্ষ থেকে তবে বর্তমানে দেখা যাচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার পরও বিরোধীদের উপর থেকে কাটেনি বিপদ । শাসকদলের বিরুদ্ধে প্রার্থী দিলেই কার্যত বিভিন্ন রকম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে তাদের। সেক্ষেত্রে দক্ষিণ ২৪ পরগণা র ভাঙ্গড় ইতিমধ্যেই দেখিয়েছে পঞ্চায়েত ভোটের ভয়ানক রূপ। আবারো সেই দক্ষিণ ২৪ পরগনা।এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভায় চালতা বেড়িয়া এলাকায় সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী সুব্রত গায়েনকে মৃত্যু হুমকি দিল তৃণমূল।

Byte

0;031-1;07chek chek

জানা যাচ্ছে এই প্রার্থীর অবর্তমানে এই প্রার্থী স্ত্রীকে সাদা থান ফুল মিষ্টি পাঠানো হয়েছে। তাকে বলা হয় যদি মনোনয়নপত্র না তোলে স্বামী তবে সিঁথির সিঁদুর মুছতে যেন প্রস্তুত থাকে তিনি।

 

 

এই ঘটনার পরেই কার্যত আতঙ্কিত হয়ে পড়ে সুব্রত বাবুর স্ত্রী । আর যাইহোক স্বামীর ক্ষতি তিনি চান না। তবে তার অভিযোগ তৃণমূলের দিকেই . ।

Byte0;00-0;49 bou

 

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে শাসক দলের পক্ষ থেকে । স্থানীয় তৃনমূল নেতা প্রধান চন্ডী চরণ সরদার জানান

 

 

Byte0;00-0;26 pink


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *