শৌচকর্ম করতে গিয়ে
বিএসএফ এর গুলিতে মৃত্যু যুবকের।
পাচারকারী সন্দেহে শৌচকর্মের মাঝেই
তুলে নিয়ে আসা হল যুবককে
তুলে নিয়ে গিয়ে বর্ডার দাঁড় করিয়ে
গুলি
এক চিৎকার!
তারপর আবারো সব শান্ত।
ফের বিএসএফের গুলিতে রক্ত ঝরলো মেখলিগঞ্জে। ভোর রাতেই শৌচকর্ম করতে মাসির বাড়ি গিয়েছিল বছর ২৮ এর গৌতম বর্মন । তবে নিরিবিলিতে শৌচকর্ম করাও দায় হলো তার হঠাৎ করে রাতের অন্ধকারে তার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে তিন চারজন। পরবর্তীকালে জানা যায় এরা সবাই বিএসএফ । রাতে সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখনই একেবারে টেনে হিঁচড়ে যুবকে নিয়ে যায় বিএসএফ কর্মীরা । এক কিলোমিটার দূরে তাকে নিয়ে যাওয়া হয় । তারপর ই গুলি করা হয় তাকে।
Byte0;10-1;13
তবে এখানেই শেষ নয় এরপর ওই যুবকের মৃতদেহ টিকে
টানতে টানতে বর্ডার নিয়ে যাওয়া হয়। ছেলে আর নেই এই খবরই বাবা-মার কাছে এসে পৌঁছায় ভোরবেলা আর তাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার ছেলের অকাল প্রয়াণ কিছুতেই মেনে নিতে পারছে না পরিবার.।
Byte
অন্যদিকে বিএসএফ সূত্রে খবর, একদল যুবক গোরু পাচার করতে গিয়ে বিএসএফের ওপর আক্রমণ করে। সেইসময় গুলি চালায় বিএসএফ।এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানান টালবাহানা।
, মাথাভাঙা জোনের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। তিনি জানান তদন্ত শুরু হয়েছে যত দ্রুত সম্ভব এর সুরাহা করা হবে।
Byte0;4-0;33 police
প্রসঙ্গত, সম্প্রতি কয়েকদিন আগে মেখলিগঞ্জ ব্লকের জামালদহ গ্রাম পঞ্চায়েতের ২০২ খাসবশ দ্বারিকামারি গ্রামের সরকারপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় বাংলাদেশী পাচারকারীর।
অভিযোগ ছিল, ওই এলাকায় কাটা তারের বেড়া কেটে ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশি পাচারকারীরা। সেই সময় বিএসএফ জওয়ানরা বাধা দিলে তাঁদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ। পালটা বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের।
তবে সেই পরিস্থিতি আর বর্তমান ঘটনার কোন তুলনা হয় না । মৃত যুবকের পরিবারের দাবি কোন প্রমাণ ছাড়াই তাদের ছেলেকে হত্যা করেছে বিএসএফ।
Leave a Reply