ভয়ানক অবস্থা সিকিমে
ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে এলাকায় ধস ।
ঘুরতে গিয়ে এই চরম বিপদে পর্যটকরা ।
বাড়ি ফিরতে চাইলেও ফিরতে পারছে না একাধিক পর্যটক পরিবেশের ভয়ংকর রূপ
সমস্যার মুখে পর্যটকরা
,আটকে রয়েছেন প্রচুর পর্যটক।
সিকিম, বরফে ঢাকা একটি রাজ্য । বছরের বিভিন্ন সময় মানুষ সিকিমকেই বেছে নেয় হাওয়া বদল এর অন্যতম ঠিকানা হিসেবে। কি নেই এখানে! প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে রয়েছে সব ই। পাহাড় বরফ মনোরম পরিবেশ পাহাড়প্রেমীদের কাছে সিকিমি হল মন ভালো করা ঠিকানা। তবে প্রাকৃতিকভাবে যা তৈরি সেখানে প্রকৃতিই তো শেষ কথা । যার কাছে মানুষ খুবই নগণ্য।
হঠাৎই বদলে গেল সিকিমের পরিবেশ। বদলে গেল সম্পূর্ণ চিত্র। সিকিমে অস্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন। ভারী থেকে অতিবভারী বৃষ্টি হচ্ছে সিকিমের বুকে। , যার ফলেই আটকে পড়েছে একাধিক পর্যটক। কারোর কথা ছিল চার দিনের মাথায় বাড়িতে ফেরার। কারোর কথা ছিল ছুটি কাটিয়ে বাড়ি ফিরবে শীঘ্রই ।আবহাওয়ার কারণে সে সবই এখন অতীত। বাড়ি ফিরতে পারছে না পর্যটকেরা। এখানেই শেষ নয়, সম্প্রতিক সিকিমের পিংলোর কাছে একাধিক জায়গায় নেমেছে ধর যার ফলে ইতিমধ্যেই ইয়ুমথাং, লাচুং লাচেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সম্পূর্ণ।
বছরের এইসময় পর্যটক ভর্তি সিকিমে আবহাওয়ার এই পরিবর্তন চিন্তায় ফেলছে পর্যটক দের। কবে কমবে বৃষ্টি, কবে স্বাভাবিক হবে রাস্তা। সব ই এখন প্রকৃতির হাতে।
Leave a Reply