Mon

মনোনয়নপত্র জমা করেছে স্ত্রী ।

বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন আদিবাসী এই মহিলা . ।

 

শাসক দলের প্রার্থীর প্রতিদ্বন্দ্বী পদে দাঁড়িয়েছেন তিনি।

আর তাতেই বিপত্তি।

স্ত্রীর বদলে স্বামী

মনোনয়নপত্র জমা করার পরই ভরা বাজারে স্বামীকে ধরে বেধড়ক মারলো দুষ্কৃতী।

 

রাস্তায় ফেলে মার ।হাজার চিৎকার করে তবেই জানে বাঁচলো প্রার্থীর স্বামী । সাকোয়াঝাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতের 14 / 208 নম্বর পার্টে বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে আদিবাসী প্রার্থী পুনিয়া বাকলা । কথা আছে বিজেপির হয়ে পঞ্চায়েত প্রধানের লড়াইতে লড়বেন তিনি। সেই মর্মে চলছিল সমস্ত কাজ। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হয়নি তাদের। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই হামলা, প্রার্থীর ওপর হামলা করতে না পেরে পূনিয়া দেবীর স্বামী রোহিত বাটলার উপর হামলা চালালো দুষ্কৃতীরা.।

Byte0;15-0;45 mar kheyeche

জানা যায় , তিনি দুপুরে বাজারে কিছু জিনিস কিনতে বেড়িয়ে ছিলেন।তখনই অতর্কিত এক দুষ্কৃতী হামলা চালায় তার ওপর। জোরে চিৎকার করতে থাকেন তিনি।এরপরই তাকে উদ্ধার করতে এগিয়ে আসে সেই এলাকার এক যুবক। অভিযোগ তার উপরও হামলা চালানো হয়। বেধড়ক মারা হয় তাদের।এরপরই এদের দুজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং এই মুহূর্তে থানায় অভিযোগ করা হবে বলে বিজেপি তরফ থেকে জানানো হয়েছে।

0;20-0;45 lok

 

যদিও এখন ও পর্যন্ত তাদের নাম ঠিকানা কিছু ই জানা সম্ভব হয়নি। প্রশ্ন হল একেবারে দিনের আলোতে জনবহুল এলাকায় একজনের ওপর এমন হামলা চলল কিভাবে! প্রশাসনের ভূমিকার ওপর প্রশ্ন তুলছে বিজেপি।

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *