রাজ্যে বিরোধীশূন্য করতে যখন মরিয়া
শাসক দল
বিরোধীশূন্য করার জন্যই চলেছে দেদার বোমাবাজি গুলি
তখনই এক নির্ভীক দম্পতি এলেন সামনে
একই পরিবার থেকে দুজনই দাঁড়িয়েছেন প্রার্থী পদে,
না আছে কোন ভয় না আছে কোন দুশ্চিন্তা
কোলে সাত মাসের সন্তানকে নিয়েই প্রার্থীর হিসেবে মনোনয়নপত্র জমা দিতে এলেন এই দম্পতি
পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়া কে নিয়ে এক অন্য বাংলা দেখেছে রাজ্যবাসী ।শাসকদল এবং বিরোধী দলদের মাঝখানের আঁতাত আরও স্পষ্ট হয়েছে এই পর্বেই। তবে এই মনোনয়নপত্র জমা করার সময় বিরোধী দলদের যখন দাবি যে শাসকদলের ভয়তেই অনেক প্রার্থী দল বদলাইনি কিংবা মনোনয়নপত্র জমা করতে পারেনি। সেখানে দাঁড়িয়ে এই দম্পতি যেন তালগাছের ন্যয়। আসানসোলের রানীগঞ্জ এলাকায় পঞ্চায়েত ভোটে বিজেপির প্রার্থী হয়েছে এই দম্পতি। দুজনেই দাখিল করেছে মনোনয়ন তাও আবার কোলের সাত মাসের সন্তান কে নিয়ে।
Byte;00-035
জানা গিয়েছে রানীগঞ্জের ব্লকের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রার্থী হয়েছে বিকাশ ঢাং ও তার স্ত্রী চন্দ্রমুখি ঢাং।এই দম্পতির একটি সাত মাসের কন্যা সন্তান রয়েছে।সাত মাসের কন্যা সন্তানকে সঙ্গে নিয়েই রানীগঞ্জ বিডিও অফিসে এই দম্পতি মনোনয়ন পত্র দাখিল করলেন।এদিন তাদের দেখা যায় বিডিও অফিসে এসে নিজেদের মনোনয়ন পত্র জমা করতে।
Byte
শাসকদলের বিরুদ্ধে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে তারা যথেষ্ট আশাবাদী তাদের জয়ের বিষয়ে। তারা জানান খুব শীঘ্রই প্রচার শুরু করবেন তারা।
Byte0;37-1;02
Leave a Reply