Prartji

প্রার্থী ঠিক করবে মানুষ

মানুষের পছন্দেই ঠিক হবে পঞ্চায়েতের প্রার্থী

কিন্তু সেসব প্রতিশ্রুতি যে প্রতিশ্রুতি রয়ে গেল

প্রার্থী পছন্দ হচ্ছে ব্যক্তিগত পছন্দ অনুযায়ী

দল পছন্দ করছে প্রার্থীকে

গ্রামের লোকেদের করা হচ্ছে না প্রার্থী

এমন প্রার্থীদের দিচ্ছে তৃণমূল যাকে চেনে না গ্রামের মানুষ

কোন গুরুত্ব পারছে না সাধারণ মানুষের পছন্দ।

 

মনোনয়নপত্র জমা করা শেষ দিন ও তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। কোথাও টিকিট না পেয়ে দল ছাড়লো প্রধান । কখনো নির্দল কখনো বিজেপি ,আবার কখনো অন্য কোন দলে না গিয়েই দলের বিরুদ্ধে সরব তৃণমূল।

 

পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবে তা ঠিক করার কথা জনগনের । জনগণই বলে দেবে ইনি হোক আমাদের প্রার্থী। তবে এ সমস্তই এখন গল্পকথা । কারণ কালক্রমে দেখা গেল মনোনয়ন জমা করবার শেষ দিন পর্যন্ত প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিলেন তারাই যারা ছাড়পত্র পেল দলের অভ্যন্তর থেকে। এই তালিকায় এমন অনেকে রয়েছে যাদের মুখ পর্যন্ত জীবনে দেখেনি গ্রামবাসী অথচ তিনি নাকি পঞ্চায়েত প্রধান হওয়ার দৌড়ে নেমেছেন। দলের এমনই একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে ভোরকে গেছে দলের কর্মীরাই ।কোথাও টিকিট না পেয়ে সঙ্গে সঙ্গে হয়েছে দল বদলি । তারপর ঠিকানা হয়েছে বিজেপি কিংবা নির্দল আবার কোথাও দেখা গিয়েছে দলবদল হয়তো হয়নি তবে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে তৃণমূল কর্মীরা।

Byte

দলের বিরুদ্ধে ক্ষোভ, নির্দল হয়ে জেলা পরিষদে মনোনয়ন দাখিল করলেন মেখলিগঞ্জ ব্লকের তৃণমূলের এস সি, ওবিসি সেলের সভাপতি ও জামালদহ অঞ্চল তৃনমূল কংগ্রেসের যুবর অঞ্চল সভাপতি কমল রায়।

তিনি বলেন –

Byte1:50-2:49

অন্যদিকে তৃনমূল নাকি ভালো লাগে না ,এখানে থেকে কাজ করা আর সম্ভব নয় এই বলেই মেখলিগঞ্জের দুই বারের পঞ্চায়েত সমিতির কর্মাধখ্যা ভারতী বর্মন যোগ দিলেন বিজেপিতে

Byyte

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *