মানুষের স্বার্থে কাজ করেছি
দলের জন্য লড়াই করেছি
মানুষ আমাকেই চায়
তবে দল চায় অন্য কাউকে
দলের ভেতর চূড়ান্ত লবি বাজি
পুরনো প্রধান পাল্টাতে নতুন কৌশল
বুঝতে পেরেই
রাতারাতি পরিবর্তন দল
তৃণমূল থেকে একেবারে নির্দল
পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ও ইতিমধ্যে অতিক্রান্ত । শেষ দিন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা পড়েছে তৃনমূলের ।এই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা করার সময় কালে দেখা গিয়েছে কোথাও পুরনো মুখদের কেই সুযোগ দেওয়া হয়েছে, আবার কোথাও নতুন মুখদের কে সামনে আনার চেষ্টা করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা অনুযায়ী প্রার্থী সেই হবে যাকে চাইবে মানুষ। তার সে কথা অনুযায়ী কতখানি কাজ হল তা নিয়ে যথেষ্ট দন্দ রয়েছে। একাধিক জায়গায় প্রার্থী নিয়ে গোষ্ঠীকোন্দল দেখা গেছে দলের অভ্যন্তরে। টিকিট না পাওয়ার জন্য দল ছেড়েছে একাধিক। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নং ব্লক এ জাহান্নগড় পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষ দীর্ঘদিন ধরে মানুষের দ্বারা নির্বাচিত হয়ে প্রধান থাকার পরও টিকিট দেয়া হয়নি তাকে। আর সেই রোষেই দল বদলালেন তিনি।
Byte0;00-0;21
নিজের পঞ্চায়েত এলাকার নানা উন্নয়ন মুলক কাজ করেছেন সুভাষবাবু। বুথস্তর থেকে অঞ্চলস্তর, ব্লকস্তর এবং জেলাস্তর পর্যন্ত তৃণমূল প্রার্থী হবার জন্য বর্তমান প্রধানের নাম প্রস্তাবিত হয়েছিল। কিন্তু দলের মধ্যেই “লবি বাজির” শিকার হয়েছেন সুভাষ ঘোষ। রাজনৈতিক মহল সূত্রে এমনটাই জানা গিয়েছে।
Byte 0! 54-1;41
বুধবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়। তাতেই দেখা যায় সেই তালিকায় নাম নেই সুভাষ ঘোষের। এরপরেই এলাকাবাসী অনুরোধে নির্দল হয় মনোনয়ন পত্র জমা দিলেন সুভাষ ঘোষ। সুভাষ বাবু বলেন তিনিও হয়েছে রাজনীতির শিকার । তবে আগামী তে জিতে স্বতন্ত্র ভাবে মানুষের জন্য কাজ করতে চান তিনি। দল বদলে এমনি জানালেন সূভাস ঘোষ
Byte-2:10-2;19
Leave a Reply