*মনোনয়নপত্র জমা দিয়া কে কেন্দ্র করে অশান্ত ভাঙড়।
মনোনয়নপত্র জমা করার শেষ দিনও রক্তাত ভাঙ্গরের জমি।
চলল বোমাবাজি, চলল গুলি
মৃত এক আইএসএফ কর্মীসহ আর তৃণমূল সমর্থক
শাসকদলের দাপাদাপিতে মৃত্যুর দলের কর্মীর
তৃণমূলের ঝামেলায় বলি তৃণমূল কর্মী।
গত কয়েকদিন ধরে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত ভাঙ্গড় ,দেদার গুলি, মুড়ি-মুড়কির মতো বোমা । কার্যত যুদ্ধক্ষেত্রের আকার ধারণ করেছে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকা। ( গত কয়েকদিন ধরে এমনি চিত্র দেখেছে রাজ্য। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন ও সেই একই চিত্র বহাল থাকল ভাঙ্গর এ। মনোনয়নপত্র জমা দেয়া কে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ বিডিও অফিস চত্বর।
Byte
বৃহস্পতিবার দুপুর থেকে দফায় দাফাই উত্তেজনা ছাড়াই দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় ২ বিডিও অফিস চত্বর। কার্যত বারুদের গন্ধে ভরে গিয়েছে গোটা এলাকা। অশান্তির জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল আইএস এফ কর্মী মইনুদ্দিন মোল্লার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। বিরোধীদের দাবি তৃণমূলরা শুরু করে দাঙ্গা । তারাই গুলি চালায়, বোমা মারে এলপাথাড়ি।
তবে এর বর্তমানে অন্য এক তথ্য আসছে সামনে তা হল তৃণমূলের এই ঝামেলার ফলে মৃত্যু হয়েছে তৃণমূলের এক কর্মীরই। চরম মার দাঙ্গার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
Byte
পরবর্তীতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী। কার্যত পুলিশের সঙ্গেও খন্ড যুদ্ধে জড়িয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় পাশাপাশি পুলিশকে লক্ষ্য করে বোমা ও ছড়া হয়েছে বলে জানা গিয়েছে। হ
Leave a Reply