অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে ফের চোর স্লোগান।
চোরের তকমা পেলেন অভিষেক।
অভিষেকের কনভয় দেখেই জোরে চিৎকার ভাইপো চোর। কনভয় থামিয়ে নেমে এলেন অভিষেক
চোখের নিমিষে থেমে গেল প্রত্যেকটি কনভয়।
শুধু দলীয় কর্মী নয় প্রায় ডজন খানেক পুলিশ অভিষেকের নিজস্ব বডিগার্ড আরে তারপর স্বয়ং অভিষেক।
গাড়ি থেকে নেমেই পিছু নিলেন সেই ব্যক্তির
তারপর যা হলো তা জানলে অবাক হবেন আপনিও।
দেখুন সেই ভাইরাল ভিডিও।
রাজ্যজুড়ে অভিষেকের নবজোয়ার কর্মসূচি উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । গোটা একমাস জুড়ে বিভিন্ন জেলায় যান তিনি । কখনো রাতকাটান সেখানে, কখনো চায়ের দোকানে বসে রাজ্যের মানুষের কথা শোনেন । অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে যখন একাধিক সম্প্রীতির ছবি উঠে এসেছে ক্যামেরায়। তখন সম্প্রতি এক বিতর্কিত চিত্র উঠে এলো। দেখা গেল অভিষেকের এক রোড শো চলছে। অভিষেকের কালো রং এর গাড়ির দরজা খুলে অভিষেকও একেবারে নেতার মতনই হাত নেড়ে এগিয়ে চলেছেন , । অভিষেককে দেখার জন্য রাস্তার ধারে জমায়েত হয়েছে প্রায় শতাধিক মানুষের। হঠাৎই কিছু মানুষের মধ্যে থেকে ভাইপো চোর বলে চিৎকার করে ওঠেন কোন এক ব্যক্তি। আর তারপর যা হয় তা হয়তো কেউ কল্পনাও করেনি। গাড়ি থেকে নেমে এলেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার পিছন পিছন তার রক্ষাকারী, পুলিশ এবং দলীয় কর্মীরা, সেই আততায়ীকে খুঁজতেই তখন রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন মন্তব্য না করেই এগিয়ে গিয়ে খুঁজতে শুরু করেন তাকে।
তার পিছনে ধাওয়া করে তৃণমূলের কর্মীরা তবে ততক্ষণে তিনি পগার পার ।
এই পুরো বিষয় ক্যামেরাবন্দি করেন সেখানকার ই এক স্থানীয় বাসিন্দা। বর্তমানে এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় আনাচে কানাচে। যদিও বিরোধীদের দাবি এই ভিডিওর মাধ্যমেই বোঝা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগ্রাসনের কথা ।প্রসঙ্গতই প্রথমবার নয় যখন তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে চোরের তকমা লাগলো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর গায়ে। এর আগেও ঠাকুরনগরে তাকে দেখেই চোর স্লোগান তুলেছিল সাধারণ মানুষ। আর আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি। যদিও পরবর্তীকালে যে ব্যক্তির ফোনে ক্যামেরা বন্দী হতে থাকে এই ঘটনা তিনি সেই ব্যক্তিকে শনাক্ত করে বিজেপির লোক হিসেবে।
তবে এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি বলে খবর সূত্রের।
এই ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট
Leave a Reply