পঞ্চায়েত নির্বাচন তো নয় যেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ।
দিক দিকে মনোনয়ন পত্র জমা নিয়ে বিশৃঙ্খলা দেখে
বিস্ফোরক মন্তব্য হুগলির সাংসদ লকেট চ্যাটার্জীর।
Byte 0;00-0;17 -0;444
ভোটের আগে মনোনয়ন জমা দেওয়া কে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা দেখল রাজ্য তা সত্যিই নজিরবিহীন শাসকদলের বেলাগাম অরাজকতা তার সাথে সাথে বিরোধী দলগুলিও উগ্রবাদের পরিচয় দিয়েছে রাজ্যের বিভিন্ন তারের মধ্যে ভাঙ্গর চাপরা গত কয়েকদিনে যাক আর ধারণ করেছে আর ইত্যাদিকে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে রাজনৈতিক দলেরা। আর ঠিক তখনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে এ বিষয়কে কার্যত গুরুত্বহীন বলতে শোনা গিয়েছে, এদিন সেই নিয়েও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হন লকেট।
0;41-1;03—–1;03
,গোটা রাজ্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন হবে হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানান তিনি। তিনি বলেন আমরা চেয়েছিলাম আরো অনেক আগে থেকেই কেন্দ্র বাহিনী মোতায়েন করা হোক তবে ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এখন দেখার নির্বাচন কমিশন বাহিনীকে ব্যবহার করে না বসিয়ে রাখে।
Byyre
1;08-1;30—2;26
Leave a Reply