Mono

মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনেও উত্তপ্ত রাজ্য। কোথায় গুলি করে খুন করা হলো আইএসএফ কর্মীকে। তো কোথাও বিরোধীদের রুখতে মুড়ি-মুরকির মতো বোমাবাজি ।

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে প্রাণ হারালো একাধিক বিরোধীদলের কর্মীরা।

পঞ্চায়েত ভোটের আগেই অগ্নিগর্ভ রাজ্য

 

 

গতকাল অর্থাৎ ১৫ তারিখ পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আর এই শেষ দিনেও অগ্নিগর্ভ পরিস্থিতি বহাল থাকলো রাজ্যে। শুধুমাত্র মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে পঞ্চায়েত ভোটের আগেই পঞ্চায়েত ভোট কেমন হবে তার ট্রেলার দেখল রাজ্যবাসী ।যদিও হাইকোর্টের নির্দেশে পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে কেন্দ্রীয় বাহিনীর তত্ত মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে রাজ্যকএ।

গতকাল দক্ষিণ ২৪ পরগনার ভাঙ্গড় ছাড়াও চরম বিশৃঙ্খলা দেখা যায় চোপড়াতে ।মনোনয়নপত্র জমাকে ঘিরে এমনিতেই উত্তপ্ত ছিল ভাঙ্গর। শেষ ২ থেকে ৩ দিনে এক অন্য ভাঙ্গর দেখেছে রাজ্য। কোথাও মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে। তো কোথাও শাসক দলের কর্মীদের হাতে মৃত্যু হয়েছে আইএসএফ কর্মীদের। মনোনয়ন জমা দেবার শেষ দিন ও ভাঙ্গরে তৃণমূলের গুলিতে মৃত্যু হল আই এস এফ কর্মী মইদুল মোল্লার।

Byte

অন্যদিকে মনোনয়ন জমার শেষ দিনেও হিংসা, চোপড়ায়। বাম-কংগ্রেসকে লক্ষ্য করে গুলি।

মনোনয়ন জমার শেষ দিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি। বাম ও কংগ্রেসের জোট প্রার্থীদের লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। । কাঁঠালবাড়ি এলাকায় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চলে। তাতেই জখম হন তিনজন।রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা ।

Byte

 

। জখমদের মধ্যে একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং বাকি দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

 

 

অন্যদিকে রাজ্যের একাধিক প্রান্তের এমন পরিস্থিতি দেখবার পড়েও কার্যত শাসকদলের মন্তব্য রাজ্যে পঞ্চায়েত ভোট হবে শান্তিপূর্ণ। মানুষের উপর তাদের আস্থা রয়েছে। । এমনকি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙ্গর এবং চোপড়ার পরিস্থিতির কথা জানবার পর বলেন এ সমস্ত ছোটখাটো ঘটনা। তারপর সত্যিই আরো বেশি করে প্রশ্ন উঠছে পঞ্চায়েত নির্বাচন নিয়ে। যদিও রাজ্যের বিরোধীদলদের করা মামলার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট । এখন দেখার বিষয় পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পর পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণে রাখা যায়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *