বীরভূমের দুই স্থান যেন দুই পৃথিবী
একদিকে তৃণমূল বনাম বিজেপি
বাস, লাঠি, মার দাঙ্গা ,চিৎকার
অন্যদিকে মনোনয়নপত্র জমা দিলেই মিলছে মিষ্টি
বিরোধী দলের গালে পুরে দিচ্ছেন আস্ত রসগোল্লা
তৃণমূলের মধ্যেই যেন দুই ধরন
এক পক্ষ যখন শান্তিপ্রিয়
অন্য পক্ষ উগ্র
তৃণমূলের অভ্যন্তরে চির এতখানি বিদ্যমান।
তবে কোন তৃণমূল আসল? কার কার পন্থা চলছে তৃণমূলের অভ্যন্তরে?
প্রশ্ন বিরোধীদের
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য। মনোনয়নপত্র জমা করাকে কেন্দ্র করে বিভিন্ন স্থান ইতি মধ্যেই রণক্ষেত্র আকার ধারণ করেছে ।কোথাও মনোনয়নপত্র জমা করতে দেয়া হচ্ছে না কোথাও আবার মনোনয়নপত্র জমা করতে আসলে বোম মারা হচ্ছে বিরোধীদের। এমনই একাধিক অভিযোগ উঠেছে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে । পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের এই অবস্থা দেখেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করা বার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে একদিকে যখন রাজ্যের কোনায় কোনায় বিশৃঙ্খলা চরমে তখন একেবারে দুই পৃথিবী তৈরি হয়েছে বীরভূমে.
Footge
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বীরভূমে ধরা পড়লো একেবারে ভিন্ন ছবি। বীরভূমে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে বিরোধীরা মনোনয়নপত্র জমা দিতে হলে তাদের ইট পাটকেল খেতে হচ্ছে। ঠিক সেই রকম ভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিজেপি তৃণমূল সংঘর্ষে কেঁপে ওঠে আহমেদপুর। মনোনয়নপত্র জমা দেওয়ারকে কেন্দ্র করে আহমেদ পুরে যখন দুই দলের মধ্যে চলছে লড়াই ঠিক সেই সময় একেবারেই আলাদা ছবি দেখা গেল সিউরি দু’নম্বর ব্লকে।
Byte–0;00-019 sada
জানা যাচ্ছে, সিউড়ি ২ নম্বর ব্লকের এদিন মনোনয়নপত্র জমা দিতে আসা বিরোধী বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলের কর্মীদের পুলিশী ঘেরাটোপে আনা হয় আর মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি তাদের মুখ মিষ্টি করানো হয়।
Byte0;00-0;15 gamcha
বিজেপি হোক কিংবা অন্য কোন দল মনোনয়ন পত্র জমা করতে আসলেই মিলছে মিষ্টি। তৃনমূল সমর্থকদের এহেন ব্যবহার যেন অবাক করেছে বিরোধী দের।
Byte-Byte0;35-1;00 chap chap
তখনই প্রশ্ন উঠছে তৃণমূলের একদলকে যখন দেখা যাচ্ছে বিরোধী শূন্য করতে একেবারে অস্ত্র হাতে তুলে নিতে ।ঠিক তখনই তৃণমূলের আরেকটি দল কোথাও খাওয়াচ্ছে মিষ্টি ,কোথাও আবার হাতে তুলে দিচ্ছে গোলাপ তাহলে কি তৃণমূলের মধ্যেই চলছে দুই পন্থা । যদিও বিরোধীতা র মধ্যেও গোষ্ঠী কোন্দল গন্ধ পাচ্ছে।
Leave a Reply