মাথার উপর ভয়ংকর রোদ
ঠিক রোদ নয় যেন আগুনের ঝলকানি
তার মাঝেই হারিকেন নিয়ে হেঁটে চলেছে এক দল লোক
বলছেন প্রতিবাদ
খোঁজ নিয়ে দেখা গেল এরা সবাই সিপিএম সমর্থক।
শিলিগুড়ির রাস্তায় এদিন প্রায় পঞ্চাশ জন লোক হারিকেন নিয়ে হাটে
তাদের দেখে হক চকিয়ে যাবেন আপনিও
কিন্তু প্রশ্ন হল কেন করছে তারা এরকম?
এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি ।বছর ১৫ আগে লোডশেডিং শব্দটার সাথে মানুষের পরিচিতি ছিল অন্যভাবে। সে একবার ঘরের বাতি নিভে গেলে তা আস্তে আস্তে প্রায় এক বেলা। তবে বর্তমান সরকারের আমলে লোডশেডিং সম্পর্কে মানুষের ধারণাই বদলে গিয়েছে। যারা সেই আমল দেখেনি তারা বিশ্বাসই করবে না যে লোডশেডিং বলতে 10-12 ঘন্টা কে বুঝতো মানুষ। তারপর কেটে গিয়েছে এক যুগ। গদি বদল হয়েছে। এসেছে নতুন সরকার। গত এক দশকে সত্যি বলতে লোড শেডিং এর পরিমাণ কমেছে চোখে পড়ার মত।
তবে বর্তমানে দেখা যাচ্ছে আবারও ইতিহাসেরই পুনরাবৃত্তি হচ্ছে। এই গরম কালে রেকর্ড লোডশেডিং দেখেছে রাজ্যবাসী যা নিয়ে ইতিমধ্যেই ক্ষুব্ধ আমজনতা। তবে এবারে সেই লোডশেডিং এর প্রতিবাদ করতেই রাস্তায় নামল সিপিআইএম।
শিলিগুড়ি শহরে ক্রমাগত লোডশেডিং এর ঘটনার প্রতিবাদ করে হেরিকেন হাতে বিক্ষোভ মিছিলে সামিল হল সিপিআইএম শিলিগুড়ি ২ নম্বর এরিয়া কমিটি।
Byre0;00-0;50
শিলিগুড়ির হিলকাট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে হাতে হেরিকেন নিয়ে একটি বিক্ষোভ মিছিল করে হিলকার্ড রোডস্থিত বিদ্যুৎ বন্টন দপ্তরে সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের হাতে দাবি সম্মিলিত স্মারকলিপি তুলে দেওয়া হয়।
Byte0;55-1;27
তীব্র তাপদাহে যেভাবে শহর জুড়ে লোডশেডিং হচ্ছে তাতে আমজনতা ভোগান্তির শিকার হচ্ছে। অবিলম্বে এই লোডশেডিং বন্ধ করতে হবে এই দাবি তুলে স্মারকলিপি প্রদান করা হয়।
বিক্ষোভকারীদের তরফ থেকে জানানো হয়
যদি সমস্যা সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে।
Byte
Leave a Reply