প্রার্থী পছন্দ না
আমাদের আগের প্রার্থীকেই চাই
নতুন প্রার্থীকে কিছুতেই মনোনয়নপত্রই জমা দিতে দেব না।
নতুন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে আসলেই চরম বিক্ষোভ গ্রামবাসীদের .
বিক্ষোভে শামিল স্বয়ং তৃণমূল
প্রার্থী নিয়ে ফের তৃণমূলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দল।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত গোষ্ঠী কোন্দলের শিখরে তৃণমূল
গোটা সাত দিন। সাতদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা দিয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলি । আর এই মনোনয়নপত্র জমা দেওয়ার সাথে সাথে ঘটে গেছে একাধিক ঘটনা। কোথাও বিরোধীদলকে দমাবার জন্য বোম গুলি ব্যবহার করা হয়েছে। কোথাও আবার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্লোগান তুলে বিরোধীদলকে গোলাপ তুলে দিয়েছে শাসক দল। কখনো দল বনাম বিরোধী দল কোথাও দলের অভ্যন্তরে দুটি ভিন্ন দল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গোষ্ঠী কোন্দল সবচেয়ে বেশি চির ধরিয়েছে রাজনৈতিক দলগুলিতে।
বর্তমানে পঞ্চায়েত ভোটে প্রার্থী কে হবে,তাই এখন গোষ্ঠী কোন্দলের নতুন বিষয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই চিত্র ধরা পরছে ক্যামেরায়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ঐ একই চিত্র দেখা গেল মোরঙ্গা চৌপতিতে । এলাকাবাসী থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের দাবি পুরনো পঞ্চায়েত সদস্য আফরোজা বেগম কেই এবারেও প্রার্থী হিসেবে দাঁড় করাতে হবে।
Byte 0;38-0! 56 chacha
এদিন নতুন প্রার্থী রহিমা বেগম কে মনোনীত করে মনোনয়ন জমা করতে বেড়তেই মোরঙ্গা চৌপতি এলাকায় তৃণমূল কর্মী সমর্থক ও এলাকার বাসিন্দারা প্রার্থীকে আটক করে দেয় বলে অভিযোগ।
Byte0;22-0;45 pink sada
অন্যদিকে
পরিস্থিতি বেগতিক হতেই ঘটনাস্থলে ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী সহ মোতায়েন করা হয় RAF বাহিনীকে। ধুপগুড়ি থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।তবে এত বিক্ষোভের পরে অবশেষে পুলিশি নিরাপত্তায় মনোনয়ন পত্র জমা করতে পারে নতুন সদস্য।
গোটা ঘটনানিয়ে তৃনমূলের বক্তব্য
Byte0;00-0! 15 holud
Leave a Reply