Mon

সামনেই পঞ্চায়েত ভোট তার আগে মনোনয়ন জমা করার একেবারে শেষ দিন

অথচ প্রার্থী জেলের ভেতর

পঞ্চায়েত নির্বাচনের টিকিট না দিয়ে

নির্বাচন থেকে দূরে রাখতে প্রার্থীকে পুলিশ দ্বারা আটক

বিধায়ক এর কার্যালয়ে গিয়ে বিক্ষোভ তৃণমূল সমর্থকদের

তৃণমূলে প্রাক্তন বনাম বর্তমান

গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।

 

তমলুকে তৃণমূলে চরমে পৌঁছল গোষ্ঠী কোন্দল। প্রাক্তন বনাম বর্তমান। বিধায়ক চান না এই তৃণমূল কর্মী প্রার্থী হোক পঞ্চায়েতে তাই একেবারে পুলিশ লাগিয়ে দিলেন পিছনে। টিকিট না দিয়ে পুলিশের দ্বারা আটক করা হলো পূর্ব মেদিনীপুরের তৃণমূলের প্রাণী এবং মৎস্য কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাকে। এমনই অভিযোগ উঠছে প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্রের বিরুদ্ধে। আসন্ন পঞ্চায়েত ভোট নিয়ে কার্যত চিন্তায় পড়েছে অঞ্চল নেতৃত।

Byte0;00-0;59—-2:50

পঞ্চায়েত ভোটে টিকিট কে পাবে তা ঠিক করবে দল যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী তা ঠিক করবে জনতা তবে কালক্রমে দেখা যাচ্ছে দলের টিকিট কে পাবে তাতে সিলমোহর দিচ্ছে দলই. ।তাতে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত প্রাধান্য গুরুত্ব পাচ্ছে। পূর্ব মেদিনীপুরে প্রার্থী নিয়ে গোষ্ঠী কোন্দল হল স্পষ্ট। একই দলের ভেতর দুটি মাথা । এক পক্ষ চায় সোমনাথ বেরা পরবর্তী পঞ্চায়েত প্রধান হোক আরেকটি দল যারা বিধায়ক সৌমেন মহাপাত্রের অনুগামী।

 

বর্তমানে সোমনাথ ব্যারাকে জিজ্ঞাসা বাদের পর গ্রেফতার করেছে পুলিশ। তবে তার অনুগামীদের দাবি ঠিক কি কারণে গ্রেফতার করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় । তাদের ধারণা টিকিট না দিয়ে তাকে আটক করবার জন্যই এমন কৌশল বিধায়ক সৌমেন মহাপাত্রের ।

Byte0;36-0;54

 

তাদেরই দাবি নিয়েই কার্যত এই দিন তারা বিক্ষোভ দেখায় সোমেন মহাপাত্রের ,বিধায়ক কার্যালয়, প্রায় কয়েকশ তৃণমূল কর্মী রীতিমতো ঘেরাও করে তার কার্যালয় কে । ব্লক সভাপতি শুরু থেকে শুরু করে অঞ্চল সভাপতি, একাধিক তৃণমূল কর্মীরা এদিন সোচ্চার হয় তার বিরুদ্ধে।

1;15-1;36—2;23

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *