Tumul

তুমুল দাঙ্গার পর অবশেষে নিজের ছন্দে ফিরলো বড়শুল
মার দাঙ্গা দ্বন্দ্বের একদিন পরেই একসঙ্গে মনোনয়নপত্র জমা দিল তৃণমূল এবং বিজেপি
রাতারাতি সমস্ত বিবাদ ভুলে
একেবারে নিয়ম মেনে জমা পড়লো মনোনয়নপত্র

 

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের শাসক দল বনাম একাধিক বিরোধী দলদের মধ্যে বারংবার যে দ্বৈরথ তৈরি হয়েছে তা রীতিমতো মনোনয়ন প্রক্রিয়াকে ব্যাহত করেছে কখনো শাসকদলের ভয়ে মনোনয়নপত্র জমা দিতে পারিনি, একাধিক রাজনৈতিক দল । তো কোথাও বিরোধীদল শাসকদলের কর্মীদের উপর ক্ষোভের চোটে আহত হয়েছে একাধিক। ঠিক তেমনি পূর্ব বর্ধমান জেলার দু’নম্বর ব্লকের বরসুলে তৃণমূল বিজেপির সংঘর্ষ চরম এ পৌঁছয়। মারামারি ধস্তাধস্তি বচসা কার্যত রনক্ষেত্র আকার ধারণ করে এই ব্লক । অন্যদিকে রাত যেতেই বদলে গেল সমস্ত। ঝামেলার পরের দিনই দেখা দেখা গেল সমস্ত স্বাভাবিক। একেবারে নিয়ম মেনে মনোনয়নপত্র জমা করতে পারছে রাজনৈতিক দলেরা।
Byte

বুধবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের বড়শুলে তৃণমূল ও বিজেপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলেন। শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি উভয়ই।
পূর্ব বর্ধমান জেলার জেলা পুলিশ ও শক্তিগড় থানার আইসি দীপক সরকার ওনার সহযোগিতায় শান্তি-শৃঙ্খলা বাজায় রেখে নমিনেশন করা হয়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *