Anu

অনুব্রত হীন বীরভূম তার মাঝেই পঞ্চায়েত ভোট

 

কেষ্ট দাপট কমতেই অন্য রূপ দেখাচ্ছে বীরভূমের তৃণমূল

 

 

পঞ্চায়েত ভোটে কৃষ্ণ ঘনিষ্ঠ কেউই পেল না টিকিট

 

বীরভূমের দরদন্ড প্রতাপ নেতার কাছের লোকেরা জমাই করতে পারল না মনোনয়নপত্র

 

তবে কি কেষ্ট সরতেই কেষ্টর ঘনিষ্ঠদের কোণঠাসা করছে দল?

3:10-3:25

পঞ্চায়েত ভোটে কেষ্ট না থাকাতে বিরোধীদলের সুবিধা হলেও কার্যত বিপাকে পড়া উচিত তৃণমূল কংগ্রেসের। একে তো তিনি দরদণ্ড প্রতাপ নেতা, তার উপর বীরভূমে তার ক্ষমতা সকলেরই জানা। তার এক ডাকে বাঘে গরুতে জল খেত। এমনই কথা তো জেনে এসেছি আমরা। । তবে বর্তমানে তার ক্ষমতা সম্পর্কে বলার আগে এখন সর্বদা আমাদের ব্যবহার করতে হচ্ছে অতীতের কথা । একদিকে যখন অনুব্রত মণ্ডল না থাকাতে বিরোধীদলের ক্ষেত্রে সুবিধাই হয়েছে পঞ্চায়েত ভোটে, ঠিক তখনই দেখা গেল অনুব্রত না থাকাতে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে তৃণমূল। পঞ্চায়েত ভোটে কে হবে প্রার্থী এই নিয়ে প্রত্যেক দলের মধ্যেই শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি অনুব্রত হীন বীরভূমে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষণা করে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূল রাজ্য নেতৃত্বে তরফ থেকে পাঠানো প্রার্থী তালিকা এসে পৌঁছল জেলায়।

তবে এবার পঞ্চায়েত ভোটে টিকিট পেতে দেখা গেল কেষ্ট বিরোধী কাজল শেখ কে। বীরভূমের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী হয়েছেন তিনি ।

 

Byte0;45-0;51

 

অন্যদিকে দেখা যাচ্ছে আরেক বিতর্কিত চিত্র।জেলা পরিষদের টিকিট পর্যন্ত পেল না অনুব্রত ঘনিষ্ঠ আব্দুল করিম খান তবে কি অনুব্রতর হাত সরতেই তৃণমূল পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে অনুব্রত না থাকাতেই কি কাজল শেখ পেল টিকিট?

 

1;08-1;022

প্রসঙ্গত আব্দুল করিম খান বীরভূম জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন। তৃণমূল সূত্র জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ক্যারিম খান টিকিট পায়নি ।

 

,পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ নেতারা টিকিট না পাওয়ায় শোরগোল পড়ে গেছে গোটা বীরভূম জেলা জুড়ে।

 

তবে এদিন টিকিট পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দোপাধ্যায় এবং সর্বোপরি তৃনমূল কংগ্রেস নিয়ে গুনগান গাইতে শোনা যায় তাকে।

2:28-2:47

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *