রাস্তায় দিয়ে যাচ্ছে ওটা কি!
হেলিকপ্টার!
হেলিকপ্টার হাঁটছে রাস্তা দিয়ে
তার আবার রয়েছে ৩ চাকা!
সাইকেল মিস্ত্রি চালাচ্ছে হেলিকপ্টার
এ কেমন প্রযুক্তি!
0;09-0:25
শুনেছি গল্পের গরু গাছে ওঠে । তবে হেলিকপ্টার যে রাস্তায় হাটে ।এই প্রথম চোখে দেখা । তবে নিত্যদিন বনগাঁর লোকেরা হেলিকপ্টারকেই দেখছে রাস্তায় হাঁটতে। তাকে আকাশে কম ,মাটিতে দেখা যায় বেশি। তার রয়েছে তিন চাকা ,দেখতে পুরো ফাইটার জেট । গতিবেগ ও বেশ ভালো। রাস্তায় যে কোন মানুষ চাইলেই থামিয়ে দিতে পারেন হেলিকপ্টার। চাইলে চড়তেও পারেন। তার মধ্যে দাম একেবারে আপনার পকেটের সাধ্য অনুযায়ী। নিশ্চয়ই ভাবছেন এসবও সম্ভব !
আজ্ঞে হ্যাঁ।
সীমান্ত শহর বনগাঁয় রাস্তায় হঠাৎই দেখা গেল ঘুরছে হেলিকপ্টার! মুহূর্তে সেই হেলিকপ্টার দেখে ছুটে আসলেন আশপাশের সব বয়সের মানুষজন। মোবাইল ফোনে তখন ছবিবন্দী করতে ব্যস্ত সকলে।
কিন্তচ ঠিক কি এটি!
আসলে এটি একটি টোটো।তাকেই হেলিকপ্টারের রূপ দিয়েছেন চাকদার বাসিন্দা গৌতম মালাকার।একেবারে হেলিকপ্টারের আদলে তৈরী করেছে টোটো টিকে।ভারতীয় সেনাদলের মতো রঙ, রয়েছে গায়ে তার। গৌতম বাবু জানান, হেলিকপ্টারটি তৈরি করতে খরচ হয় প্রায় দু লাখ টাকার কাছাকাছি
Byte 1:36-2:14
তবে গৌতম বাবু কোন বিজ্ঞানী নন। তিনি একজন মামুলি সাইকেল মিস্ত্রি। চাকা বলবিয়ারিং নিয়ে কাজ করতে গিয়ে, তার মাথায় আসে নতুন নতুন চিন্তাভাবনা। সেই ভাবনার থেকে তৈরি করে ফেলেন মস্ত এক হেলিকপ্টার। টোটো গাড়ি কে সুন্দরভাবে মডিফাই করে রূপ দিয়ে ফেলেন এই হেলিকপ্টারে। । তার এই অভিনব চিন্তা থেকে বানানো হেলিকপ্টার ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে মানুষের মধ্যে। বিশেষ করে কচিকাঁচাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গৌতম বাবুর এই হেলিকপ্টার।
Byte
তবে, গৌতম বাবু এই হেলিকপ্টার বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও ভাড়া হিসাবে নিয়ে যান এবং সেখান থেকেও করেন উপার্জন। চাইলে আপনিও চড়তে পারবেন এই টোটো হেলিকপ্টারে
Byte-0:25-1;03
। আপনিও আপনার বিশেষ অনুষ্ঠানে বাড়িতে অতিথিদের যাতায়াতের জন্য হেলিকপ্টার এই টোটো এনে তাক লাগিয়ে দিতে পারেন।এটুকু বলা যায় এটাই হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ টোটো ভ্রমন
Leave a Reply