ভাঙরের পর এবার বীরভূম।
মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে চরম দাঙ্গা তৃণমূল এবং আইএসএফের মধ্যে।
মনোনয়নপত্র জমা করতে গেলেই তৃণমূল মারতে আসছে দাবি আইএসএফ কর্মীদের।
মনোনয়ন কেন্দ্রে নমিনেশন দাখিল করতে গেলে লাঠি বাঁশ নিয়ে তেরে আসছে তৃণমূলের লোকেরা।
মনোনয়নপত্র জমা করা নিয়ে কার্যত কুরুক্ষেত্র বাঁধলো বীরভূমে
রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৯ তারিখ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে পঞ্চায়েত স্তরে। প্রত্যেক রাজনৈতিক দলের নমিনেশন জমা পড়ছে প্রতিদিন । তার মাঝেই নমিনেশন কেন্দ্র করে বিশৃঙ্খলা ঘটে চলেছে। কখনো তৃণমূল বনাম বিজেপি,কখনো তৃণমূল বনাম সিপিএম। আর গত দুদিনের ভাঙ্গরের চিত্র বলছে তৃনমূল বনাম আইএসএফ।
তবে রাজ্যে বিভিন্ন প্রান্তের চিত্র দেখে একটি কথাই বলা যায় যে বিরোধী শূন্য করতে শাসক দল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় থেকেই একেবারে হিংসাত্মক মনোভাব দেখাচ্ছে। ভাঙ্গরে কত দুদিন আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তৃণমূলের কর্মীরা । তাদের বাঁশ দিয়ে মারা হয় ,দেদার ছোঁড়া হয় বোমা ,এমনকি গুলি করা হয় আইএসএফ কর্মীদে।র সেই রেশ কাটতে না কাটতেই খানিক সেরকমই চিত্র দেখা গেল বীরভূমের মুরারই ব্লকে।
Byte0;00-0;20
বীরভূমের এই ব্লকে মনোনয়নপত্র দাখিল করতে গেলেই আইএসএফ কর্মীদের ওপর চড়া হয় তৃণমূলের কর্মীরা। একটাই দাবি কিছুতেই নমিনেশন দাখিল করা যাবে না। আইএস এফ কর্মীদের দাবি প্রশাসনের সামনেই এই দাঙ্গা চলে অথচ প্রশাসন সেখানে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়েছিল। তার মাঝেই এমন তান্ডব চালায় তৃনমূল।
Byte0! 22-0;47
রাজ্যের বিভিন্ন প্রান্তের বিরোধীদের উপর শাসকদলের চড়াও হওয়ার ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি করেছে । তাতে শুধু বিরোধী দলেরাই নয় আতঙ্কিত হচ্ছে সাধারণ মানুষ।
Leave a Reply