দলে থেকে কাজ করা সম্ভব নয়
দল কথা শোনে না
তৃণমূলের টিকিটের জয়ী হয়ে
তৃণমূলের ওপর থেকেই মন গেল উঠে
পঞ্চায়েত ভোটের আগেই বড়সড় ভাঙ্গন তৃণমূলে
নবদ্বীপের দল বদলালো পঞ্চায়েত সদস্য সহ ৫০ পরিবার
বিরোধী দলে গিয়েই জমা দিলেন মনোনয়ন
গণতান্ত্রিক এই রাজ্যে দল বদলানো যেমন কোন অপরাধ নয় ,ঠিক তেমনই দল ছেড়ে অন্য কোন দলে রাতারাতি যোগদান করাও খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দিকে দিকে শুধু দল বদলি রব। চির ধরেছে প্রায় প্রত্যেক রাজনৈতিক দলেই তবে সবচেয়ে বেশি যে চিড় স্পষ্ট হয়েছে তা হলো শাসক দল অর্থাৎ তৃণমূলের ।পঞ্চায়েত ভোটের প্রাক্কালেই দল বদলাচ্ছে বড় বড় মাথারা আর তাতেই যেন ক্রমাগত তাসের ঘরের মতো তৃণমূলের ঘরে ভাঙ্গন ধরাচ্ছে বিজেপি।
এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল নবদ্বীপ ব্লকের মাঝদিয়া পাণশিলা এলাকার তৃণমূলের জয়ী সদস্যা চাপাঁ মন্ডল। জানা যায়, তিনি নবদ্বীপ পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য বিভাগের কর্মাধক্ষ্য ছিলেন,।
Byte0;00-0;19 lok
মঙ্গলবার দুপুরের বিজেপি নবদ্বীপ ব্লক ZP 25 এর সভাপতি মধুসূদন সেন এর হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নেয় চাপা মন্ডল সহ ৫০ টি পরিবার।
চাপা মন্ডল জানায় রাজ্য জুড়ে দূর্নীতি ও তৃণমূলের একাংশের স্বজন পোষণ এর বিরুদ্ধে দাড়িয়ে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই আজ বিজেপিতে যোগ দিলাম।
ByteByte0;00-0;15
অন্যদিকে তৃনমূল ছেড়ে বিজেপিতে আসতেই মুখে হাসি ফুটেছে নবদ্বীপ বিজেপি নেতৃত্বের
Byte0;25-0;33
Leave a Reply