মনোনয়ন পত্র জমা দিন বদলে নিয়ে যান গোলাপ
কোন সমস্যা হলে আমি আছি
নিয়ে যান ফোন নম্বর
তৃণমূল থেকে বিরোধীদল মনোনয়নপত্র জমা দিতে আসতেই একগাল হাসি
অশোকনগরের শাসকদলের এই ব্যবহার দেখে হিসেব মেলাতে পারছেন না বিরোধীদলেরা
রাজ্যজুড়ে বিশৃঙ্খলার মাঝে এ যেন একেবারে নজির বিহীন চিত্র
দীর্ঘ প্রতীক্ষিত পঞ্চায়েত ভোটকে মাথায় নিয়ে প্রত্যেক দলই চাইছে তাদের ১০০ শতাংশ দিয়ে ভোটে জেতা সুনিশ্চিত করতে . ।সেই মর্মেই কেউ চাইছে শান্তিপূর্ণ ভোটে মানুষের উপর আস্থা রেখে জয় লাভ করতে তো কেউ চাইছে দাঙ্গা বাঁধিয়ে বলপূর্বক বিরোধী শূন্য করতে । সেই মর্মেই শাসক এবং শাসকবিরোধীদলেদের মধ্যেকার আঁতাতের ছবি উঠে আসছে । কেউই কাউকে এক চুল জমি ছাড়তে নারাজ। তবে একদিকে যখন পঞ্চায়েত ভোটের আগেই এই চুল টানাটানি অবস্থা ঠিক তখনই অশোকনগর দেখালো নতুন দিশা.
Footge।
এক উল্টো ছবি দেখা গেল অশোকনগর হাবরা এক নম্বর ব্লক অফিসের সামনে। এদিন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী হাবরা এক নম্বর ব্লকের সামনে এসে দাঁড়িয়ে, সমস্ত বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের উদ্দেশ্যে জানালেন সৌজন্য। বিজেপি ও সিপিএমের দলীয় কার্যালয়ে ঢুকে, যারা প্রার্থী হবেন এবং যারা নমিনেশন জমা দিয়েছেন তাদের হাতে লাল গোলাপ ফুল তুলে দিলেন।
Byte0;17-0;32 mohilal
অশোকনগরের এই ব্লকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথ অনুসরণ করছেন ।তারা চান যাতে শান্তিপূর্ণ ভোট হয় মানুষের উপর তাদের আস্থা আছে।
Byte0;17-1:10 holud
রাজ্যের অন্যপ্রান্তে তৃণমূলের ওপর বেজায় চটে থাকলেও অশোকনগরে বিরোধীদলেরা তৃণমূলের এই ব্যবহারে কার্যত খুশি ।মনোনয়নপত্র জমা দিয়ে বেরবার পথে তাদের মুখে মৃদু হাসি তার প্রমাণ। তবে বিরোধীদের একাংশের মত এই সমস্ত মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য
সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, একদিকে শাসক দল গোলাপ ফুল দিচ্ছে, আর একদিকে বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। যার ফলে নমিনেশন জমা দিতে পারেনি অনেকেই বলে দাবি।
Byte0;14-1;12 pink
Leave a Reply