প্রার্থী কে হবে?
কে ঠিক করবে প্রার্থী?
মানুষ না দল ?
প্রার্থী নিয়ে চরম গোষ্ঠী কোন্দল
এই প্রার্থী আমাদের গ্রামের নয়,
0:00-0;06 dhone
রাগের চোটে মনোনয়নপত্রই জমা করল না একাধিক তৃণমূলের সদস্য।
তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এসে বারংবার দলের সেকেন্ড সুপ্রিম কমান্ডো বলে গিয়েছেন, পঞ্চায়েত ভোটে কে প্রার্থী হবে তা ঠিক করবে মানুষ। তৃণমূল ই এমন দল যা প্রথমবার মানুষের পছন্দ করা প্রার্থীকেই সুযোগ দেবে ভোটের লড়াই করার। সেই কথাই যদি হয় তা অনুযায়ী মানুষেরই তো ঠিক করবার কথা তাদের পঞ্চায়েত প্রধান কে হবে তবে আদতে বাস্তবে দেখা যাচ্ছে অন্য চিত্র ময়নাগুড়ি খাগড়াবারি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রার্থী হয়েছে ন এমন একজন যাকে চেনেই না গ্রামের লোক আমরা চিনি না পঞ্চায়েত সমিতির প্রার্থীকে— সাফ কথা গ্রামবাসীর পঞ্চায়েত ভোটের আগে মনোনয়নপত্র জমা করতে গিয়েই প্রার্থীর নাম দেখেই মনোনয়নপত্র জমা দিলনা মূল কংগ্রেসের একাধিক প্রার্থী।
Byte nighty
১৫৯ নম্বর বুথের তৃণমূলের প্রার্থী গীতা বৈরাগী তার এলাকার লোকজনদের সাথে এদিন নোমিনেশন জমা করতে যায়। কিন্তু যখনই জানতে পারে ময়নাগুড়ি শহর এলাকার বিমলেন্দু চৌধুরী তাদের এলাকার পঞ্চায়েত সমিতির আসনে দাঁড়াচ্ছে সে সময় নমিনেশন জমা না করেই তারা ঘুরে চলে আসেন। এমনকি স্থানীয় মানুষের দাবি আমাদের গ্রামের ছেলেকেই আমরা চাই।
Byte0:15-0;37 mohila
0;28-0:49 pink
অপরদিকে এই বিষয়ে জানতে পেরে ১৬০ নম্বর বুথের পঞ্চায়েত প্রার্থী তৃণমূলের চন্দনা ঋষি সরকার নোমিনেশন জমা করতে যায়নি।
কার্যত তৃনমূলের এক প্রার্থীর মনোনয়ন কে কেন্দ্র করে চুড়ান্ত দ্বিমত সৃষ্টি হয়েছে দলের অভ্যন্তরে। এমনকি সাধারণ মানুষ ও এই প্রার্থী কে চাইছে না বলে দাবি সূত্র মারফত।
Byte 0;00-0;15 dhone
Arekta byte dea dis jonotar
Leave a Reply