মানা হচ্ছে না কোন নির্বাচনী নিয়ম
না রয়েছে পুলিশি টহল।
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে
পার করতে হচ্ছে তৃণমূল কর্মীদের
দ্বার আটকে বসে রয়েছে তৃনমূল কর্মীরা
মনোনয়ন পত্র জমা করতে বুক শুকিয়ে যাচ্ছে বিরোধী দলেদের।
তৃণমূলের ভয়ে মনোনয়নপত্র জমা দিতে দুবার ভাবছেন বিরোধীদলেরা
পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে দোরগোড়ায়, ততই পঞ্চায়েত স্তরের বিভিন্ন চিত্র উঠে আসছে ক্যামেরার সামনে রাজনৈতিক সংঘাত কোথাও শাসক দলের চাপে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বাধা প্রাপ্ত করছে বিরোধীদলের প্রার্থীরা কোথাও আবার মনোনয়নপত্র জমা দেওয়ার রাস্তাতেই বিরোধীদলের আটকে দিচ্ছে তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন চলছে এমনই একাধিক ঘটনা তখন জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে দেখা গেল এক ই চিত্র । মনোনয়ন জমা করার পঞ্চম দিনে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে দলীয় মনোনীত প্রার্থীরা মনোনয়ন পত্র পেশ করতে আসছেন।তখনই তাদের অভিযোগ তৃণমূলের নেতারা নির্বাচনী নিয়ম ভঙ্গ করে গেটের প্রবেশদ্বারে বসে রয়েছেন ভেতরের যত্রতত্ত্ব ছড়িয়ে রয়েছেন। যার জেরে প্রার্থীরা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন।
Byte0;00+0:22 halka gnof
যদিও এ বিষয়ে তৃণমূল নেতাদের বক্তব্য দলীয় উচ্চপদস্থ নেতৃত্বের কথা অনুযায়ী ভিডিও অফিস চত্বরে তারা রয়েছেন যাতে কোন রূপ বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি না হয়।
Byte0;00-0;30 mota sada panjabi
গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের উপরে অভিযোগ তোলা হচ্ছে। শাসকদলের নেতাদের বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ নিচ্ছেন না তারা অথচ সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হ্যচ্ছে।
Leave a Reply