Mononoyon

মনোনয়ন কেন্দ্রে মনোনয়নপত্র জমা করতে আসলেই দেয়া হচ্ছে ফুল চা পানীয়

সিপিএম থেকে বিজেপি

বাদ পড়ছে না কংগ্রেস ও

মনোনয়নপত্র জমা দিতে আসলে একগাল হাঁসি তৃণমূলের

রাজ্যের একাধিক জায়গায় অশান্তির পর

এই চিত্র কার্যত অবাক করার মতো

না কোন রেষারেষি না কোন দ্বন্দ্ব না কোন বিদ্বেষ

রাজ্যের এই প্রান্তে এমন চিত্র দেখে আপনিও বলবেন এও সম্ভব

Footge

0;00-0;08 takla

0;12-0;24 golap

কোথাও দেদার বোমাবাজি, কোথাও বিরোধী দল দেখলেই লাগাতার গুলি,বিরোধী শূন্য করতে মানুষ মারতেও পিছপা হচ্ছে না কেউ। মনোনয়ন জমা দেওয়ার প্রথম পাঁচ দিনের মধ্যেই রাজ্য কার্যত অগ্নিগর্ভ আকার ধারণ করেছে। রাজ্যে গত দুদিনে ভাঙ্গরের যে চিত্র বারংবার আমাদের সামনে আসছে তাই বোধহয় যথেষ্ট, পঞ্চায়েত ভোট সম্পর্কে পূর্বভাস দিতে । তবে একদিকে যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে রণক্ষেত্র অবস্থা, ঠিক তখনই আসানসোলের বারবনি বিধানসভার একটি ব্লকে দেখা গেল এক অদ্ভুত চিত্র.। বিধানসভার এই ব্লক যেন অন্য পৃথিবী ।সালানপুর ব্লকে মনোনয়ন কেন্দ্রের বাইরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি ও সিপিএম এবং কংগ্রেস প্রার্থীদের গোলাপ ফুল,পানীয় জল,এবং চা খাইয়ে মনোনয়ন কেন্দ্রে স্বাগতম জানাচ্ছে।

Byte0;44-1;07 pink

তৃনমূল কর্মীদের এ হেন কান্ড দেখে কার্যত হতবাক বিরোধী দল থেকে সাধারণ মানুষ। তাদের দাবি

আমাদের বিধায়ক বিধান উপাধ্যায় এবং যুব নেতা মুকুল উপাধ্যায়ের নির্দেশে আমরা বিরোধীদের মনোনয়ন কেন্দ্রে ফুল জল দিয়ে স্বাগতম জানাচ্ছি।

Byte0;00-0;27 pink

অন্যদিকে তৃণমূলের পুরো বিষয়কে সৌজন্যবোধ বলে চালালেও এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা তবে এই নিয়ে রাজনৈতিক জল ঘোলা করতে চায়না তৃণমূল তাদের দাবি মানুষ জানে গ্রামের শাসক দলের আমলে কি পরিমাণ উন্নতি হয়েছে তাই এবার পঞ্চায়েত ভোটেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়যুক্ত হবে তারা।

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *