Kesto

Byte

কেষ্ট বিহীন বীরভূমের প্রথমবার পঞ্চায়েত ভোট

কেষ্ট সরতেই বীরভূমের তৃণমূল ভিত হচ্ছে নরবরে আগেভাগে শক্ত হাতে হাল ধরতে

বিরোধী শূন্য করতে

মনোনয়নপত্র জমা দিতে দিচ্ছে না বিরোধীদল কে

মনোনয়নপত্র জমা করতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতিদের হাতে আহত সিপিআইএম নেত্রী

বাড়িতে হামলা

সিপিএম প্রার্থীকে মেরে হাসপাতালে পাঠালো তৃনমূল

 

তৃণমূলের দুষ্কৃতিদের হামলা গুরুতর জখম সিপিআইএম কর্মী

Foothe

 

কেষ্ট গড়ে কেষ্ট নেই। তবে পঞ্চায়েত ভোট হচ্ছে নিয়ম অনুযায়ী । তাইতো স্বাভাবিক । তবে অনুব্রত মণ্ডলের ছায়া বীরভূমের উপর থেকে সরতেই রেকর্ড দল বদলি দেখছে রাজ্য । তৃণমূল প্রার্থীদের ধরে রাখতে হাজার চেষ্টা করেও পারছেনা জেলা স্তর । তাই এবার নতুন পন্থা বিরোধী শূন্য করতে । জানা যাচ্ছে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতেই দিচ্ছে না তৃণমূল। বিরোধীরা মনোনয়নপত্র জমা করতে গেলেই তাদের মারধর করা হচ্ছে ।

 

এমনই অভিযোগ এবার তুললো, বীরভূমের বোলপুর ব্লকের সত্তোর অঞ্চলের সিপিআইএম কর্মীদের তরফ থেকে। বর্তমান পঞ্চায়েত ভোটে ওই এলাকা থেকে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার কথা আসিফা বিবির। জানা যাচ্ছে তিনি মনোনয়নপত্র দেবেন জানা যেতেই বিভিন্নভাবে তৃণমূল তাকে রক্ষার চেষ্টা করে, তা যখন সম্ভব না হয় তখন একেবারে তার ওপর চড়া হয় তৃণমূলের কর্মীরা। মারধর করা হয় সিপিআইএম কর্মীদের ।

Byte0;00+0;37

ইতিমধ্যেই ঘটনায় আহত আসিফা বিবি সহ আরো তিনজন। ইতিমধ্যেই তাদের ভর্তি করা হয়েছে বোলপুর হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বীরভূম জেলায়।

 

 

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *