Footge sorry bolche
বর্ধমান বড়শুলে নমিনেশন ফাইল জমা নিয়ে সিপিএম ও তৃনমূলের সংঘর্ষের এক দিন কাটতেই
সিপিআইএম নেতার কাছে ক্ষমা চাইলেন তৃণমূল বিধায়ক
যা ঘটেছে তা ঘটা উচিত ছিল না .
আমি অনুতপ্ত
বিধায়কের অফিসে বিরোধী নেতার কাছে ক্ষমা চাইলেন তৃণমূল নেতা
এ যেন একেবারে ভিন্ন স্বাদের চিত্র!
কেউ বলছে সৌজন্য তো কেউ বলছে পঞ্চায়েত ভোটের আগে রাজনীতি,
ঠিক কি ?
ঠিক কি নাম দেওয়া যায় একে?
ঠিক একদিন আগের ঘটনা। । পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয় ওঠে বর্ধমান। বর্ধমানে দু’নম্বর বড়শোল বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে খন্ড যুদ্ধ বাদে সিপিএম এবং তৃণমূলের মধ্যে। হাতাহাতি মারামারি বিশৃঙ্খলা চরমে পৌঁছয়। সিপিএম কর্মীরা, তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুর চালায় অন্যদিকে তৃণমূল রাও চূড়ান্ত মারধর করে সিপিএম কর্মীদের । সবমিলিয়ে এই দিন মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়, বর্ধমানে। আর ঠিক তার পরেই প্রচুর রাফ নামানো হয় পরিস্থিতি সামাল দিতে। যদিও তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় পুরোপুরি। প্রশাসন নড়ে চড়ে বসতেই বিশৃঙ্খলার পরের দিনই সুস্থভাবে মনোনয়নপত্র জমা দিতে পারে প্রত্যেকটি রাজনৈতিক দল।
Byte lok bolche jo matter dete perechii
অন্যদিকে সোমবার সিপিএম এবং তৃণমূল কর্মীদের মধ্যে বাধা ঝামেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল বিধায়ক নিশীথ মালিক তিনি বলেন যা হয়েছে তা নিয়ে আমি অনুতপ্ত ঘটনার দিন আমি উপস্থিত না থাকায় এমন ঘটল আমি থাকলে কখনোই ঘটতে দিতাম না
Byte
0;38-1;07–2:50
2:18-2:26 —–2:26
প্রায় একই কথা বলেন সিপিএম নেতা ।বলেন আমাদের যে ভাবে আটকানো হয়, মারধর করা হয় তাতে আমাদের মনোবল কমে নি।বরং বেড়েছে। তবে বিধায়ক এদিন বিডিও অফিস কেন উপস্থিত আছেন তা বুঝতে পারছি না।
Byte0;29-+-++1:23
অন্যদিকে বিধায়ক নিশীথ কুমার মালিক ও সিপিএম নেতা সাগর মল্লিককে বিডিও অফিসে এদিন দেখা গেল সৌজন্যে বিনিময় করতে। বিধায়ক সিপিএম নেতা সাগর মল্লিককে বলেন, গতকাল যা হয়েছে তাতে আমি অনুতপ্ত, ক্ষমা চেয়ে নিচ্ছি। অন্যদিকে তার এই ক্ষমা চাওকে কেন্দ্র করে নতুন রসদ পেয়েছে সিপিআইএম । এখন শুধু দেখার বিষয় পঞ্চায়েত ভোট শেষে শেষ হাসি কার হয়?
Leave a Reply