তৃণমূলকে ধরাশায়ী করতে এবার একসাথে মাঠে নামছে কংগ্রেস বিজেপি এবং বাম।
তৃণমূলকে হারাতে জোটবদ্ধ বাম কংগ্রেস এবং বিজেপি।
রাম বাম, বাম কংগ্রেস এখন অতীত
রাজনীতির ময়দানে নতুন দলের আত্মপ্রকাশ
রাম বাম কং।
উদ্দেশ্য একটাই ভেঙে গুড়িয়ে দিতে হবে তৃণমূলের মসনদ ।
মনোনয়নপত্র জমা দিয়ে সেই উচ্ছ্বাসে মাতলেন কর্মীরা।
0;00-0;41
রাজনীতি কত কিছুই না শেখায়। বন্ধুর বন্ধু যেমন বন্ধু। তেমন শত্রু শত্রু বন্ধু । এই নীতি তো সে কবে থেকেই চলে আসছে। রাজনীতিতে এই বিষয় নতুন কিছুই নয়। রাজ্য রাজনীতিতে বহুবার দেখা গিয়েছে বিশেষ কোন দলকে হারাবার জন্য জোটবদ্ধ হয়েছে বিরোধী দলগুলি। নিজেদের নীতির কথা ভুলে গিয়ে শুধুমাত্র বিরোধী দল কে হারাবার জন্যই একজোট হয়েছে তারা ।সেই মর্মেই তৈরি হয়েছে রামরাম জোট ,বাম কংগ্রেস জোট। তবে রাম বাম কং! এ যেন রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন। ধুপগুড়ি তে এবার দেখা গেল অদ্ভুত এক চিত্র।
ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতির বুথে তৃণমূলকে হারাতে প্রার্থী দিলেন বাম, কংগ্রেস এবং বিজেপি। বাম বিজেপি সমর্থিত কংগ্রেস বাম বিজেপি সমর্থিত কংগ্রেস প্রার্থী। ধুপগুড়ির বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ির ১৫/১৬৫ নম্বর বুথের প্রার্থী নিরবালা রায়।
Nirbalar byte jurish
Byte0;00-0;35 neel jama roga
ধুপগুড়ি ব্লকের এমন কান্ডের কথা জানাজানি হতেই সাড়া পড়ে গেছে এলাকায়। যেখানে বাম এবং কংগ্রেস বিজেপিকে প্রধান শত্রু হিসেবে মনে করে। সেখানে তৃণমূল কংগ্রেসকে হারাতে বাম কংগ্রেস এবং বিজেপির জোটবদ্ধ প্রার্থী দেওয়ায়। এ যেন রাজনীতি তে নতুন দশা দিচ্ছে।
নিচু স্তরের নেতা কর্মীদের একটাই দাবি তৃণমূল কংগ্রেসকে হারাতে এবং ধুপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দিপু রায়ের বর্বরতার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়ে প্রার্থী দিলেন। তৃনমূলকে হারানোই থাকবে তাদের আগামী দিনের লক্ষ্য।
Byte 2:13-2;32
Leave a Reply