Dol

দল বদলি রুখতে তৃনমূলের একাধিক কৌশল তবুও

পঞ্চায়েত ভোটের আগে লাগাতার ধাক্কা তৃণমূলে ।

হাজার প্রকল্প, হাজার প্রতিশ্রুতি দিয়ে কিছুতেই আটকানো যাচ্ছে না দল বদলি

পঞ্চায়েত ভোটের আগেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে পঞ্চায়েত প্রধানরা

শুধু টিকিট না পাওয়ার জন্য নয়

তাদের দাবি দলে থেকে দেখছেন দল দুর্নীতিগ্রস্ত

তাই এই দল আর নয়

তৃণমূল আর নয়

এই দাবি নিয়েই কার্যত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে বেরিয়ে আসছেন শতাধিক কর্মীরা

 

দেখুন সেই চিত্র।

 

যে কোন নির্বাচনের আগে বর্তমানে রাজ্য রাজনীতিতে অন্যতম অনিবার্য ঘটনা দল বদলি। অন্তত বিগত কিছু বছরের তথ্য তাই বলছে। কখনো বড় মাথা দের দল বদলি কখনো আবার শতাধিক ছোট মাথার দল বদলি । ক্ষমতা পেতে দল পাল্টানো কোন নতুন বিষয় নয় রাজনীতিতে। তবে বর্তমানে ভোটের আগে এই দল বদলি এখন যেন নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষত তৃণমূলের কাছে।

Byte

 

ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান যেন নিত্যদিনের ঘটনা। সম্প্রতি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে ২০০ জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন । অন্যদিকে দলের কর্মীদের দল বদলি রুখতে বিস্তর খাটছে শাসক দল ।কোথাও দল বদল করলে আত্মহত্যা করার ধমকি তো কোথাও হুমকি দিয়ে জোর করে ধরে রাখার চেষ্টা চলছে কর্মীদের। একই ঘটনা ঘটে ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা রায় সহ সদ্য দল বদলু পঞ্চায়েত সদস্যদরা যখন দল বদলানোর কথা তোলেন।

বিজেপি যোগদানের কথা বললেও দল বদলানোর দিন নিখোঁজ হয়ে যান তিনি।

জানা যায় দল বদলানোর কথা উঠতেই বাধা দিচ্ছে অঞ্চল সভাপতি।

Byye

অন্যদিকে সেই ঘটনার মাত্র একদিন বাদেই ফের দল বদলি হলো ধুপগুড়ি ব্লক এ

ঝার আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের সদস্যা মাম্পী গাইন তার অনুগামীদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। গোষ্ঠী কোন্দলের জেরেই বেড়িয়ে আসছি দাবি মাম্পী গাইনের

Byte0:12-0:34

অন্যদিকে বিজেপির দাবি গ্রাম পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধেই প্রত্যেকে সরব হয়েছেন।তাই দল পাল্টাচ্ছে মানুষ

Byte 0;12-0;36


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *