সাধ ছিল এবার মনোনয়নপত্র জমা দিয়ে মাঠে নেমে প্রার্থী হিসেবে লড়বেন ।
সেই মর্মে জমা দিয়েছিলেন মনোনয়নপত্র।
তবে মাঠে নেমে রাজনীতি করার আগেই জীবনের লড়াইয়ে হেরে গেলেন সিপিএম প্রার্থী।
মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু সিপিএম প্রার্থীর ।
পঞ্চায়েত ভোটের আগেই সিপিএমের ধাক্কা।
গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রকম তরজা চলছে । তার মাঝে বেশিরভাগ জায়গাতেই মনোনয়নপত্র জমা দেওয়ার কে কেন্দ্র করে ইতিমধ্যেই বিশৃঙ্খলা দেখা দিয়েছে । তবে তাই বলে মনোনয়নপত্র জমা দেওয়ায় ভাটা পড়েনি বিন্দুমাত্র। মনোনয়নপত্র জমা দেয়ার প্রথম দিন দেখা গিয়েছিল গোটা রাজ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার নিরিখে তৃণমূলকে ছাপিয়ে গেছে সিপিআইএম । যা দেখে আপামর রাজ্যে সিপিএম সমর্থকদের মনে খানিক হলেও আশার আলো জেগে ছিল । তবে এবার তারই মাঝে এক দুঃসংবাদ কুচবিহারে । Byte0:22-0;39
কোচবিহার এক সিপিআইএম কর্মী ,!আসা বিবি বছর ৪৫।
এবছর পঞ্চায়েত ভোটে তার ও প্রার্থী হওয়ার কথা ছিল।
মঙ্গলবার বিডিও অফিসে নমিনেশন জমা দিয়ে তিনি ফিরছিলেন নিজের ছেলের সাথে। মাঝ রাস্তায়। মাথাভাঙ্গা শীতলকুচি সড়কে দ্রুত গতিতে এক ডাম্পার এসে ধাক্কা মারে । ছেলের মাথায় হেলমেট থাকাতে কোনক্রমে বেঁচে গেলেও আশা বিবি গুরুতর জখম অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়
Byte0;00-0;22
ছেলে আজাদ মিয়া সাথে কথা বলে জানা যায় দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আজাদকে শীতলকুচি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে অন্যদিকে আয়েশা বিবির দেহ ইতিমধ্যেই মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী। গোটা ঘটনা ঘিরে এক অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে।
Leave a Reply