0;00-0;11 knadche
0;00-0;10 bose ache chacha
0;05-0;11 neel
মনোনয়নপত্র জমা দেওয়া কেন্দ্র করে উত্তপ্ত ভাঙ্গর। কোথাও বোমাবাজি।
কোথাও আবার আইএসএফ কর্মী কে দেখেই গুলি ।
ভয়ংকর বিশৃঙ্খলা ভাঙ্গড়জুড়ে ।
স্রেফ মনোনয়নপত্র জমা দিতে আসতেই তৃণমূলের হামলা। আই এস এফ কর্মীদের ওপর। কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে আসলেই বাঁশ নিয়ে তাড়া করল তৃণমূলের কর্মীরা,। বিডি অফিসের সামনেই একেবারে চরম হিংস্রতার বহিঃপ্রকাশ। ১৪৪ ধারা থাকার পরও নিয়ন্ত্রণে আনতে গিয়ে হিমশিম খেল প্রশাসন।
পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই জানো উত্তপ্ত হয়ে উঠছে বাংলা ।কোথাও মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধা দিচ্ছে শাসক দলের লোকেরা । আবার কোথাও 144 ধারা থাকলেও অন্য দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দেওয়া থামাতে বোমা গুলি চালাচ্ছে তৃণমূল। ঘটনার দিন সকাল থেকেই উত্তপ্ত ছিল ভাঙ্গর এরমধ্যে আইএসএফ কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে আসেন ভাঙ্গরের বিধায়ক নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে। ভিডিও অফিস চত্বরে আসতেই তাদেরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে তৃণমূলের কর্মীরা। এরপর ই লাঠি এবং বাঁশ নিয়ে চড়াও হয় আইএসএফ কর্মীদের উপর । বিডিও অফিসের ১০০ মিটার রেডিয়াসের মধ্যে ১৪৪ ধারা থাকলেও এদিন কার্যত সেই এলাকায় হয়ে ওঠে রণক্ষেত্র।
Byte 0;00-0;12 pink
অন্যদিকে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন ঘটনাস্থলে পুলিশ এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় তারা। ক্যামেরায় ধরা পড়ে, এক আইএসএফ কর্মীকে ধরে টেনে সরিয়ে নিয়ে যায় পুলিশ। ক্যামেরার সামনে হাউ হাউ করে কাঁদতে থাকেন তিনি।
Byte0;25-0! 57 sada knada lol
অন্যদিকে তৃনমূলের গুলিতে জখম আইএস এফ নেতা। তৃনমূলের গুলিতে গুরুতর জখম তিনি।
Byte guli laga lok
জানা যায় এদিন এতটাই বোমাবাজি হয়, বিডিও অফিসের সামনে কার্যত কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী । তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ।
তবে আপাতত নিজ ছন্দে ফিরেছে ভাঙ্গর।
Leave a Reply