অনুব্রতর হাত সরতেই
শয়ে শয়ে দলবদলি
তৃনমূল ছেড়ে পালাচ্ছে বড় বড় দলের মাথারা
অনুব্রত নেই তাতেই বীরভূমের তৃণমূলের গড়ে বড় ভাঙ্গন পঞ্চায়েত ভোটের আগেই যেন বিজেপির জয়
দলবদালেন শীর্ষ নেতারা
অনুব্রত না থাকাই কি সাহস যোগাচ্ছে তৃণমূল নেতাদের
পঞ্চায়েত ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একদিকে যখন চরম বিশৃঙ্খলার চলছে গোটা রাজ্যজুড়ে ।কোথাও রক্তারক্তি কোথাও আবার চরম মারদাঙ্গা কোথাও চলছে দেদার দল বদলি । পঞ্চায়েত ভোটের আগেই অশান্ত বাংলা । বাংলার বিভিন্ন প্রান্তের সেই চিত্র উঠে আসতেই শঙ্কা প্রকাশ করছে বুদ্ধিজীবীরা । তবে সমগ্র পঞ্চায়েত ভোট গুরুত্বপূর্ণ হলেও রাজ্যের কিছু কিছু স্থান রয়েছে যার রয়েছে বিশেষ গুরুত্ব । তার মধ্যে বীরভূম অন্যতম যদিও তার কারণ রয়েছে বিশেষ । এই প্রথম কোন পঞ্চায়েত ভোট দেখবে বীরভুম যা একেবারেই কেষ্ট বিদিত এবার অনুব্রত মণ্ডল না থাকাকালীন সময়ে দেখা গেল রেকর্ড দল বদলি।
Byte0;00-0;50 komola
পঞ্চায়েত ভোটের আগে সোমবার বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বড়সড় ভাঙ্গন ধরালো বিজেপি। এদিন মল্লিকপুর, কড়িধ্যা সহ বেশ কিছু এলাকার তাই ২০০ জন তৃণমূল কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে যোগ দিলেন বিজেপিতে। যোগ দেওয়া এই সকল তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা তৃণমূলের প্রথম সারির নেতা।
Byte0;00-0;40 sada mota
তবে এসমস্ত দল বদলি কে নগন্য হিসাবে দেখছেন তৃনমূল। তাদের দাবি এতে তৃনমূলের কোন জায় আসে না।
Byte0! 00-0;30
একে তো পঞ্চায়েত ভোটে মনোনয়ন এ এগিয়ে বিজেপি উপরন্তু তৃনমূলে লেগেই রয়েছে কোন্দল। তার ওপর এবার বীরভূমে পঞ্চায়েত ভোট অনুব্রত কে বাদ দিয়ে। সব মিলিয়ে বীরভূম যে পঞ্চায়েত ভোটে বড় ভূমিকা নেবে তা বলাই বাহুল্য।
Leave a Reply