মানুষে নয় নমিনেশন জমা দেবে ড্রোন
অভিনব কায়দায় মাথার উপর দিয়ে ড্রনে উড়িয়ে নমিনেশন পত্র জমা দিতে গেল বিজেপি
কোন মানুষ ছাড়া কোন ঝামেলা ছাড়া প্রযুক্তি ব্যবহার করে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দেওয়া
আসন্ন পঞ্চায়েত ভোটে নিজেদের জায়গা পাকাপাকি করতে জোর কদমে মাঠে নেমেছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। কারো প্রধান অস্ত্র ধর্মীয় স্লোগান তো কারো প্রধান অস্ত্র প্রকল্পের সম্ভার। প্রত্যেকটি রাজনৈতিক দলই নিজেও কৌশল মেনে শুরু করেছে মনোনয়নপত্র জমা দেওয়া । তবে মথুরাপুর সাক্ষী থাকলো এক অদ্ভুত ঘটনার। নমিনেশন পত্র জমা দিতে যাচ্ছে কোন মানুষ নয়। জমা দিতে যাচ্ছে আস্ত একটি ড্রোন। ড্রোন দিয়ে নমিনেশন পত্র জমা । এলাকায় তীব্র চাঞ্চল্য ড্রোন ঘিরে।
Byte
উল্লেখ্য মথুরাপুর ১ নং ব্লক বিডিও অফিস চত্বরে নমিনেশান জমার প্রথম দিন থেকে অশান্তির সৃষ্টি হচ্ছে বলে বারবার অভিযোগ করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। সোমবার বিডিও অফিস খুলতেই বিজেপি কর্মী সমর্থকরা নমিনেশান জমা দিতে যান।
কিন্তু দেখা যায় তাদের সঙ্গে ড্রোন রয়েছে। সেই ড্রোন কন্ট্রোল করছে এক বিজেপি কর্মী। অন্যদিকে আকাশে অন্যরকম একটি বস্তু দেখতে পেয়ে শঙ্কিত হয়ে পরে গ্রামবাসী।
দেখতে পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ড্রোন বাজেয়াপ্ত করে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য। তিনি জানান দুষ্কৃতীরা বাইরে ঘোরাফেরা করছে। তাদের ছবি তুলতেই এই ড্রোন আনা হয়েছিল।
Byte0;00-0;25 komola gamcha
যদিও শাসকদলের দাবি বিরোধীরা ইচ্ছাকৃত পঞ্চায়েত ভোটের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এমন করছে।
এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে মথুরাপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
Byte
এই ঘটনার পর মথুরাপুর ১ নং ব্লক বিডিও অফিস চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকায়। প্রয়োজনে বাড়তি পুলিশ আনা হতে পারে প্রশাসন সূত্রে খবর।
Leave a Reply