1;40-1;51lok
টাকা দিলে তবেই মিলবে প্রার্থী হবার সুযোগ
হাজার নয় পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রি হচ্ছে লক্ষ টাকায়
পঞ্চায়েত ভোটের আগে টিকিট পাওয়া নিয়ে দলের ভেতরেই গন্ডগোল
পঞ্চায়েত প্রার্থী না হতে পাড়াতেই দল ছাড়ল পঞ্চায়েত প্রধান সহ উপপ্রধান
অভিযোগ প্রার্থী হওয়ার জন্য টাকা দিতে হচ্ছে তৃণমূলকে।
ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদায়।
0;0-0+019mohila
0;00-0;10 lok
পঞ্চায়েত ভোটে আগেই উতপ্ত বাংলা। মনোনয়ন জমা দেওয়ার যে পর্ব সেই পর্বেই দেখা যাচ্ছে একাধিক বিতর্কিত চিত্র। একদিকে যখন রাজ্যের বিরোধী দল বিজেপির পক্ষ থেকে মনোনয়ন প্রক্রিয়া সময়সীমা বাড়ানোর দাবি জানানো হচ্ছে।অন্যদিকে তখন দেখা গিয়েছিল মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনই রেকর্ড মনোনয়নপত্র জমা পড়েছে বিজেপির পক্ষ থেকে । তবে দলের প্রার্থী হওয়ার টিকিট কে পাবে তা ঠিক করবে দলেরই লোক । এমনই তো হয়েছে বছরের পর বছর তবে বর্তমান পঞ্চায়েত ভোটের আগে মালদায় তৃণমূলের বিরুদ্ধেই বড়সড় অভিযোগ করলো তৃণমূল। জানা যাচ্ছে মালদায় পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে ঘুষ দিতে হচ্ছে লক্ষ লক্ষ টাকা।
1;05-1;18 mohila
সেই মর্মেই মালদার মালতীপুরে প্রধান উপপ্রধান এর কাছ থেকেও টাকা চাওয়া হয়েছে লক্ষাধিক। আর তারপরেই দল ছেড়েছেন পঞ্চায়েতের তৃণমূলের প্রধান ডলি মণ্ডল ও উপপ্রধান পঞ্চানন দাস।
Byte:0:27-0;47
এরপর দুজনে বিজেপির নির্বাচন কার্যালয় গিয়ে প্রায় পাঁচ শত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেন।
Byte0;10-0;19
0;00-0;10
মালদা বরাবরই ছিল তৃণমূলের গর। বরাবরই এখানে তৃণমূলের রাজ আর এবার এখানেই পঞ্চায়েত ভোটের আগে প্রায় পাঁচশত কর্মীর থেকে বিজেপির থেকে যোগদান রীতিমতো চাপ বাড়াতে পারে পঞ্চায়েত ভোটের আগে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল
যদিও চাঁচল-২ নং ব্লক তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হাই এর দাবি,
Leave a Reply