বিজেপিতে নাম লেখাবার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গেল পঞ্চায়েত প্রধান।
কথা ছিল রাতারাতি তৃণমূল থেকে নাম কাটিয়ে যোগদান করবেন বিজেপিতে
এক রাতেই বদলে গেল সমস্ত হিসেব
প্রধানের বাড়ির সামনে তৈরি হলো দল বদলির অনুষ্ঠান তৈরি সমস্ত ব্যবস্থা
তবে কোথায় প্রধান?
বিজেপিতে নাম জোড়ার আগেই পালিয়ে গেল পঞ্চায়েত প্রধান?
পঞ্চায়েত ভোটের আগে নিখোঁজ প্রধান
দরজায় কড়া নাচ্ছে পঞ্চায়েত ভোট ।আর তার আগেই জেলায় জেলায় দেখা যাচ্ছে দল বদলির হিড়িক।পঞ্চায়েত ভোট আসতেই পুরনো কাসুন্দি ঘেঁটে দল বদলাচ্ছে শত শত কর্মীরা ।তার মধ্যেই উল্লেখযোগ্য ভাবে চোখে পড়ছে তৃণমূলের দল বদলি । কোথাও শতাধিক তো কোথাও পঞ্চায়েত প্রধান নিজেই দল বদলাচ্ছেন । তবে একদিকে যখন দল বদলি ট্রেন্ডে গা ভাসাচ্ছে একাধিক তখন ধুপগুড়ির ব্লকের ঝাল আলতা এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা রায় ঘটালেন এক আজব কান্ড। কথা ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করবেন তিনি।সেই মর্মে একেবারে মধ্যরাতে বিজেপির সাথে রুদ্ধ দ্বার বৈঠক করেন তারা। সমস্ত কথা ফাইনাল । পঞ্চায়েত প্রধানের কথা ভেবে তার বাড়ির পাশেই বদলির অনুষ্ঠানের ব্যবস্থা করে বিজেপি ।তবে বদলির দিনই দেখা গেল আজব কান্ড তৃণমূল থেকে বিজেপিতে আসার জন্য শতাধিক কর্মী এদিন কর্মসূচিতে উপস্থিত থাকলেও এলেন না স্বয়ং প্রধান.।
Byte
এদিন বিজেপির দল বদলির এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রায় কয়েকশ তৃণমূল কর্মীরা একেবারে বিজেপি স্লোগান তুলে ই তৃণমূল থেকে বিজেপিতে আসেন তারা। তবে যাকে অনুসরণ করে তারা এত বড় সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সেদিন নেই উক্ত কর্মসূচিতে। এমনকি এদিন পঞ্চায়েত প্রধান মমতার বাড়ির লোককে কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা গেলেও টিকিটিও দেখা যায়নি মমতা দেবীর। এরপরই কার্যত উঠছে প্রশ্ন রাতারাতি কি এমন হলো যাতে সিদ্ধান্ত পরিবর্তন করলেন মমতা রায়। ছান বিন চালাতেই জানা যায় অদ্ভুত সেই কারণ । জানা যাচ্ছে দল বদলি আটকাতে এক অদ্ভুত দান খেলেছেন অঞ্চল সভাপতি হরিচরণ রায়। বিজেপির অভিযোগ তিনি মমতা রায় কে আত্মহত্যার ভয় দেখিয়ে তার দল বদলির রুখে দেন । অন্যদিকেএমন কারণ সামনে আসার পরই নতুন মোর নিয়েছে এই দল বদলি।
Byte
অন্যদিকে যদিও আত্মহত্যার অভিযোগ অস্বীকার করে নিয়েছেন অঞ্চল সভাপতি। তবে প্রধানকে বিজেপিতে যোগদানে বাধা দেওয়ার কথা অকপটে স্বীকার করে নিয়েছেন তিনি।
এ বিষয়ে ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল নেতাঅমল কুমার রায়ের মন্তব্য –
Ph in
0;38-0;53
1;57-2:21
Leave a Reply