কথা ছিল চাকরি মিলবে টাকার বদলে
টাকার লোভে মানুষের কাছ থেকে দেদার শুসেছেন টাকা
ব্যাঙ্কে গ্রুপ ডি স্তরে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে মানুষকে বোকা বানানো
চাকরির লোভে টাকাও দিয়ে গেছেন প্রতারিত।
এসএসসি ,প্রাইমারি ,পর এবার ব্যাংকে চাকরির ক্ষেত্রেও দুর্নীতি
অভিযোগ
বর্তমানে রাজ্য রাজনীতিতে শাসক দলের বিরুদ্ধে অন্যতম যে অভিযোগ বারংবার তুলেছে বিরোধীরা তা হল বিভিন্ন খাতে ক্ষমতা খাটিয়ে দুর্নীতি করেছে তৃনমূল ।এস এস সি থেকে নবম দশম চাকরি পাইয়ে দেবার নাম করে পয়সা খেয়েছে শাসক দলের বড় বড় মাথারা ।তাদের মধ্যে বেশিরভাগই এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে। একদিকে যখন চাকরি দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তখন তৃণমূল কংগ্রেস নেতা তথা তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান গোপাল মাইতির বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠল।
বাইট
ভবানীচক গ্রামের রানী পাঁজা নামক এক মহিলা অভিযোগ করেন তাকে প্রথমে স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ ডি এবং পরে তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের গ্রুপ ডির কাজ পাইয়ে দেওয়ার নাম করে মোট ১৬ লক্ষ টাকা হরপ করেন গোপাল মাইতি ।দফায় দফায় টাকা চাওয়া কালিন সময় তাকে জানানো হয় কালই চাকরি মিলবে । তবে দিনের পর দিন অতিক্রান্ত হলেও চাকরির কোন খোঁজ পাইনি রানী দেবী
বাইট
রানী দেবীর অভিযোগ দীর্ঘদিন ধরে চাকরির দাবি করলেও কোন সদরত্তর দিতে পারছিলেন না গোপাল। , এমনকি অতিরিক্ত সময় অতিক্রান্ত হয়ে যাওয়াতে টাকা ফেরত চাইতে শুরু করেন রানী দেবী । তবে টাকা ফেরত দিতে নারাজ গোপাল মাইতি । বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন রানী দেবী । এরপর সত্তর নন্দকুমার থানায় অভিযোগ জানান রাণী পাঁজা।
Leave a Reply