Tmc hiii

তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে জেলায় এসেছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জেলা সফরে মতুয়া সম্প্রদায়ের পিঠস্থান ঠাকুরনগর ঠাকুর বাড়িতেও আসবেন অভিষেক। পুজো দেওয়ার পাশাপাশি বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার ঘর সহ গোটা মন্দির এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। আর তার আসার আগেই এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লক্ষ্য করা গিয়েছিল মন্দির চত্বর এলাকায়। এবার রীতিমতো ঠাকুর বাড়িতে নব জোয়ার যাত্রা আটকাতে ময়দানে নামল মতুয়ার সম্প্রদায়ের এক অংশের মানুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার মাত্র কিছুক্ষণ আগেই দেখা যায় নাক মন্দিরে বসে বিক্ষোভ প্রদর্শন করতে মতুয়াদের। ঘনঘন স্লোগান তোলা হয়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আর তা নিয়েই উত্তপ্ত হয়ে উঠল ঠাকুরনগর ঠাকুরবাড়ি। যদিও শাসক দলের তরফ থেকে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আসার জন্য। বড়মার মন্দিরও ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। তবে তার মাঝেই বিক্ষোভ প্রদর্শন করতে মঞ্চে দেখা যায় স্বয়ং বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কে। মতুয়া সম্প্রদায়ের একাংশের মানুষ বলছেন মন্দিরে প্রবেশ করতে দেবেন না অভিষেক কে। নিরাপত্তার খাতিরে পুলিশ কেউ ঢুকতে দেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। যত সময় না পর্যন্ত ক্ষমা চাইবেন মুখ্যমন্ত্রী অতীতের করা কুরুচিকর মন্তব্যের জন্য ততক্ষণ ধরেই এই বৃক্ষ প্রদর্শন চলবে বলেও জানা গিয়েছে কোনভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেওয়া হবে না এখন তেমনটাই জানাচ্ছেন মতুয়া ভক্তরা। পাশাপাশি শান্তনু ঠাকুরও হুশিয়ারি দিয়ে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে তারপরই গোবোর দিয়ে শুদ্ধিকরণ করা হবে গোটা মন্দির। গোটা ঘটনাকে ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। এখন দেখার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে কি পদক্ষেপ গ্রহণ করে ঠাকুরবাড়ির সদস্যরা ও মতুয়া ভক্তরা। উত্তেজনা হতে পারে আশঙ্কা প্রকাশ করে জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি চত্বরে।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *