Kanna

Kanna

অনুব্রত হীন বীরভূমে

প্রথমবার পঞ্চায়েত ভোট

মনোনয়নপত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনে রেকর্ড দল বদলি

তৃনমূল ছাড়তেই খুশিকে আঁসু

দল ছাড়তেই কেঁদে ভাসালেন কর্মীরা

Kanna

সাগরদীঘির উল্টোপূরান

তৃণমূল থেকে কংগ্রেস

ছাদ বদল করল শতাধিক

0;00-0! 18 sada punjabi

অনুব্রত ছাড়া বীরভূমে

তৃনমূলের অবস্থা শোচনীয়

1:09-1;24 shirt

তৃনমূলের কার্যালয় দখল করল কংগ্রেস

 

অনুব্রতর শাসনকালে প্রথমবার অনুব্রত হীন পঞ্চায়েত ভোট হচ্ছে বীরভূম জেলায় । ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেয়া শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলি তরফ থেকে। একদিকে যখন পঞ্চায়েত ভোটের আগে নিজেদের জয় সুনিশ্চিত করতে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করছে রাজনৈতিক দলগুলো। তখন মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনই দেখা যায় রাজ্যের শাসক দলের তুলনায় প্রায় দ্বিগুণ মনোনয়নপত্র জমা পড়েছে বিজেপির। সেই দিক থেকে তৃণমূলকে ছাপিয়ে গেছে সিপিএমও। কার্যত এমন চিত্র দেখার পরেই অবাক হয়ে যায় আমজনতা। একদিকে যখন মনোনয়নপত্র জমা পড়তে শুরু করেছে বিরোধীদলের ,ঠিক সেই সময় কয়েকশো তৃণমূল কর্মী দল বদলে হাত মেলালো বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে । অনুব্রত হীন বীরভূমে এখন দল বদলির হিড়িক। দলবদলেই কেঁদে ফেললেন কর্মীরা।

Footge

 

রবিবার সকালে ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ গ্রাম পঞ্চায়েতের বেগুনিয়ায় বিজেপির পার্টি অফিস প্রাক্তন প্রধান শিউলি দে সহ এলাকায় প্রায় শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপিতে যোগদান করলেন। অন্যদিকে এদিন বিকেলে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকেরই ঝিকড্ডা অঞ্চলের কোট গ্রামে বিক্ষুব্ধ তৃণমূল কর্মীরা সহ তৃণমূল বুথসভাপতি সানোয়ার সেখ এবং সাথে এলাকার সিপিএম কর্মীরা কংগ্রেসের যোগদান করলেন ।

আর দল বদলেই একেবারে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাদের।

Byte0;31-0;57

প্রসঙ্গত কয়েকদিন আগেই অভিষেকের নবজোয়ার কর্মসূচিতে জোর ধাক্কা খেয়েছিল কংগ্রেস। কংগ্রেসের একমাত্র সিপিএম সমর্থিত বিধায়ক বাইরণ বিশ্বাস যোগদান করেছিলেন তৃণমূলে। তারপরই কার্যত ধরাশয়ী অবস্থা হয় কংগ্রেসের ।তবে বীরভূমে পঞ্চায়েত স্তরে এবার যেন উল্টো পুরান। তৃণমূলের ঘর থেকে একাধিক কংগ্রেসের যোগদান করবার পরই কার্যালয় দখল করল কংগ্রেস। কিছুক্ষণের মধ্যে মুছে ফেলা হলো তৃণমূলের নাম ও নিশান। মিষ্টি মুখের মাধ্যমে তৃণমূলের কার্যালয়কেই তৈরি করা হলো কংগ্রেসের ঘর।

1;52-2:18 sada punjabi

অন্যদিকে

বীরভূমে এমন কান্ড দেখে অনেকেই বলছে , কেষ্টর ছায়া সড়তে তবে কি বীরভূমে তৃনমূলের ভিত দুর্বল হয়ে পরেছে? পঞ্চায়েত ভোটে এবার কি অন্য দলের ম্যাজিক দেখতে মিলবে!

 

 


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *