Obosan

অপেক্ষার অবসান

এবার বাংলায় আসছে দুটি বন্দে ভারত মেট্রো,

বন্দে ভারত ট্রেনের পর

এবার বন্দে ভারত মেট্রো ও

সেমি হাইস্পিড এই ট্রেন

অকল্পনীয় করবে আপনার যাত্রা

যাত্রা হবে আরো সহজ, আরো আরামদায়ক

দেখে নিন রুট ও সময়সূচী

 

Body : ভারতের কোনায় কোনায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল প্রতিনিয়ত নানান পদক্ষেপ গ্রহণ করছে। চলতি বছর স্বাধীনতা দিবসের আগে অন্ততপক্ষে ৭৫ টি বন্দে ভারত চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে তাদের। সেই মোতাবেক কাজ চলছে তৎপরতার সঙ্গে। এরই মধ্যে জানা গেল পশ্চিমবঙ্গে নতুন করে দুটি বন্দে ভারত মেট্রো আসতে চলেছে।

 

বন্দে ভারত এক্সপ্রেস ১৬ কামরার আর বন্দে ভারত মেট্রো হয়ে থাকে ৮ কামরা বা তার থেকে কম। চাহিদা অনুযায়ী ভারতীয় রেল কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে আর কোন রুটে বন্দে ভারত মেট্রো চালানো হবে তা বিবেচনা করে সেমি হাই স্পিড ট্রেনটি বিভিন্ন রুটে চালু করছে। ইতিমধ্যেই ১৮টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করছে। যার মধ্যে আবার তিনটি বন্দে ভারত যাতায়াত করছে পশ্চিমবঙ্গ থেকে।

 

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি তিনটি বন্দে ভারত বাংলা থেকে যাতায়াত করার পাশাপাশি এবার নতুন করে দুটি বন্দে ভারত মেট্রো জুটতে চলেছে বাংলার কপালে। এই দুটি বন্দে ভারত যাতায়াত করবে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে হাওড়া ও হাওড়া থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে হাওড়া।

 

আজিমগঞ্জ থেকে হাওড়া বন্দে ভারত মেট্রো ৮ কোচ বিশিষ্ট। এই ট্রেনটি রবিবার বাদে সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। সম্ভাব্য সময়সূচী হিসাবে জানা যাচ্ছে, আজিমগঞ্জ থেকে সকাল ৭:১৫ মিনিটে ছাড়বে এবং সেটি হাওড়ায় এসে পৌঁছাবে সকাল ১১:২০ মিনিটে। অন্যদিকে হাওড়া থেকে আজিমগঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস শনিবার বাদে ৬ দিন যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে সন্ধ্যা ৬:৫০ মিনিটে এবং আজিমগঞ্জ পৌঁছাবে রাত ১০ঃ৫৫ মিনিটে।

 

এই ট্রেনটি যাত্রা পথে আজিমগঞ্জ এবং হাওড়া ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাটে।

 

ভাগলপুর হাওড়া বন্দে ভারত মেট্রো বুধবার বাদে সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। সম্ভাব্য সময়সূচী হিসাবে জানা যাচ্ছে, ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬:১৫ মিনিটে এবং হাওড়া এসে পৌঁছাবে দুপুর ১:৪৫ মিনিটে। হাওড়া ভাগলপুর বন্দে ভারত মেট্রো মঙ্গলবার বাদে সপ্তাহে ৬ দিন যাতায়াত করবে। হাওড়া থেকে ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে এবং ভাগলপুর পৌছাবে রাত ৯:৫৫ মিনিটে।

 

এই ট্রেনটি হাওড়া এবং ভাগলপুর ছাড়াও স্টপেজ দেবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বারহাওড়া, সাহেবগঞ্জ এবং কুরলায়।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *