Ponchayet

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রস্তুত নেই প্রশাসন তৈরি হয়নি মনোনয়নপত্র

মনোনয়নপত্র দাখিল করার প্রথম দিনই অ্যাপ্লিকেশন ফর্ম এর অভাব

দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নেই কোন ফর্ম

বিজেপি মনোনয়নপত্র চাইতে গেলেই এমনই অজুহাত দেন তারা

প্রশ্ন উঠছে সরকারিভাবে দিন ঘোষণার পরও কেন প্রস্তুত নয় জেলা স্তর?

 

 

কোথাও নমিনেশন পত্র জমা দিতে গিয়ে ঝামেলার মুখে পড়তে হচ্ছে বিরোধীদের আবার কোথাও মনোনয়নপত্র দাখিল করতে গিয়েই দাঙ্গা বাদছে শাসকদলের। তবে তুফানগঞ্জ এসব ছাপিয়ে গেছে এখানে এখনো প্রস্তুতি হয়নি নমিনেশন পত্র. ।

Byte

পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রস্তুত নির্বাচন কমিশনের নির্দেশেই শুরু হয়ে গিয়েছে নমিনেশন পত্র দাখিল করা পর্ব আর তখনই তুফানগঞ্জে পাওয়া যাচ্ছে না নমিনেশন পত্র এবং সকালে জানানো হয় এখনো প্রস্তুতি হয়নি। জানি ইতিমধ্যেই বিজেপির অভ্যন্তরে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিডিও অফিসে চত্বরের সামনে বিক্ষোভ দেখায় তারা।

Byte

 

অন্যদিকে এই দায়ভার নিজেদের কাঁধে কিছুতেই নেবে না জেলা স্তর। প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে এদিন তুফানগঞ্জ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভার বিধায়ক মালতী রাভা রায় বলেন, “পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হলেও প্রশাসন তৈরি নেই।বিজেপি কর্মীরা মনোনয়ন পত্র তুলতে এসে ফিরে যাচ্ছে।

Byte


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *