মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনে রেকর্ড গড়ল বিজেপি
প্রথম দিনেই তৃণমূলকে ছাপিয়ে গেল পদ্মফুল।
মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন মিলল ফলাফলের পূর্বাভাস
জেলায় জেলায় মনোনয়নপত্র দাখিল করার হিড়িক বিজেপি শিবিরের
ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া
শুরুতেই তৃণমূলকে মাত দিল বিজেপি।
কার রাজ চলবে বাংলায় ?বাংলা হবে কার? বাংলার প্রান্তিক স্তরের মানুষেরা কোন দলকে চাইছে? এ সমস্তই বোঝা যাবে পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে। তাই স্বাভাবিকভাবেই শুরু থেকেই এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে তালবাহানা নেই কোন শেষ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। এবং বহু প্রতীক্ষিত এই তারিখ জানতে পেরেই রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা করা নির্দেশিকা অনুযায়ী গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল করা আর এই প্রথম দিন ই এক অদ্ভুত ভবিষ্যতের ঝলক দেখতে পেল বাংলা।
দেখা গেল মনোনয়নপত্র জমা দেবার প্রথম দিনই জয়জয়কার বিজেপির। তৃণমূলকে টেক্কা দিয়ে তিন স্তর মিলিয়ে ৬৭৭টি মনোনয়নপত্র জমা করেছে তারা। যার মধ্যে গ্রাম পঞ্চায়েতে ৫৬৮ টি , পঞ্চায়েত সমিতিতে ৯৫ টি।
সেই অনুপাতে, তৃণমূল্যের পক্ষ থেকে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ১৯৬টি।
এখানেই শেষ নয়, খোঁজ নিয়ে দেখা গেছে সিপিএম পর্যন্ত মনোনয়নপত্র জমা করেছে তৃণমূলের দ্বিগুণ ।শুক্রবার সিপিএমের পক্ষ থেকে ৩৬০ টি মনোনয়ন পত্র জমা পরেছে।
ঘটনাচক্রে দেখা গেছে এদিন শুধুমাত্র শুভেন্দু অধিকারীর বিধানসভায় মনোনয়নপত্র জমা পড়েছে চোখে পড়ার মত
। শুক্রবার নন্দীগ্রামে হরিপুর অঞ্চলের ১৪ জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা করে। এখানেই শেষ নয় একেবারে এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার পরই ঢাকঢোল পিটিয়ে পুজো দিতে দেখা যায় বিজেপি প্রার্থীদের ।
সূত্রের খবর অনুযায়ী সোমবার আরো একাধিক বিজেপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে চলেছে আর এই খবর পাওয়া মাত্রই রীতিমতো আশঙ্কা প্রকাশ করছে শাসক দল। বিশেষজ্ঞদের মতে তবে কি পঞ্চায়েত ভোটের আগেই ফলাফল সম্পর্কে পাওয়া যাচ্ছে পূর্বাভাস?
পঞ্চায়েত ভোটের শেষে কোন রঙের জয়ধ্বজা,উড়বে শেষমেশ তারই কি ইঙ্গিত এই ঘটনা।
Leave a Reply