Nomination

নমিনেশনের ফর্ম তুলতে গিয়ে বেধরক মার খেলো সিপিএম কর্মী।

পুলিশের সামনেই বেধড়ক মার।

সিপিএম কর্মীকে ঘিরে রেখে তান্ডব।

তৃনমূল নেতাদের দাদাগিরি

নমিনেশন পত্র ছিঁড়ে ফেলা হল সিপিএম কর্মীর।

 

প্রার্থী হয়ে দাঁড়াতে দেবে না

তাই ভোটের আগে ভয় দেখিয়ে চুপ করানোর চেষ্টা

জানে মারার হুমকি।

ভোটের আগেই উত্তপ্ত দক্ষিণ 24 পরগনা

 

পঞ্চায়েত ভোটের আগে মনোয়ন পত্র জমা দেয়ার প্রথমদিন। আর প্রথমদিন ই একেবারে রণক্ষেত্রের আকার ধারন করল জেলার বিভিন্ন অংশ। প্রথমদিন ই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গেল বিরোধী দলেদের। কোথাও মজুত নেই মনোনয়ন পত্র। কোথাও আবার বিরোধী দের মনোনয় পত্র জমা দিতে যাওয়ার পথেই বাধা শাসকদলের কর্মীদের। তা নিয়ে বচসা, মারদাঙ্গা। পঞ্চায়েত ভোটের কোথায় কি! তার আগেই চরম বিশৃঙ্খলা দক্ষিণ ২৪ পরগনায়। মনোনয়নপত্র তোলার সময় সিপিএম নেতাকে মেরে মুখ ফাটিয়ে দেয়ার অভিযোগ।

Byte0;00-0;39

1:24-1;35

ঠিক কি হয় এদিন?

জানা যায়,বিকেল তিনটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর এক নম্বর ব্লক অফিসের ভেতরে সিপিএম নেতা ওমর ফারুক হালদার ফর্ম তোলার পর বেরিয়ে আসছিলেন। তখনই তার ওপর চড়াও হয় তৃণমূলের কিছু কর্মী। তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি তার হাত থেকে নমিনেশন ফর্ম কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন আরেক সিপিএম কর্মীও। মারের চোটে ওমর ফারুকের মুখের ডানদিকে ফেটে গিয়ে রক্তাক্ত হয়ে পড়েন তিনি।

Byte0;48-1;21

অন্য দিকে এই ঘটনার পরই প্রাণ বাঁচাতে পালিয়ে যায় তৃণমূলের ওই কর্মীরা। হাজার খুঁজেও তাদের নাগাল পেতে নাজেহাল অবস্থা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জখম সিপিএম নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মথুরাপুর ব্লক হাসপাতালে নিয়ে যায় সিপিএম কর্মীরা।

 

পাশাপাশি ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। তিনি এসেই প্রশ্ন তোলেন প্রশাসনের ভূমিকা উপর। আর কি বললেন তিনি শুনুন

 

Byte0;35-0! 52


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *